সোমবার শহর তার একাধিক অংশে মিলবে না পানীয় জলের পরিষেবা এর ফলে ভোগান্তি হতে পারে সাধারণ মানুষের।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। ১৬ ডিসেম্বর সোমবার সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। সোমবার সারা দিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল মিলবে না
বেশ কয়েকদিন আগেই কলকাত পুরসভার তরফে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। মূলত ভালভ মেরামতি, পাইপ লাইনের কাজ, মোটর যন্ত্রের মেরামতি-সহ একাধিক কাজ করা হবে। যেরকমটা জানা যাচ্ছে যে, আগের চেয়ে কিছুটা বড় ভাল্ভ বসানো হবে এবং এর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশও সারাই করা হবে। তা ছাড়া, ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও করে ফেলা হবে একেবারে আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোরো-১ থেকে বোরো-৭ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। এর সঙ্গে বোরো-৮-এরও কয়েকটি জায়গা, কসবায় জল সরবরাহ বন্ধ থাকবে। হাতিবাগান, বাজবাজার, শ্যামবাজার, মানিকতলা, ধর্মতলা, পার্ক সার্কাসের বেশ কিছু এলাকা পড়ে বোরো ১ থেকে বোরো ৭-এর মধ্যে। এ ছাড়া পানিহাটি, কামারহাটি পুর এলাকা-সহ বিস্তীর্ণ জায়গায় পলতা থেকে জল সরবরাহ করা হয়। ফলে এই বিস্তীর্ণ এলাকাতেই জলের সমস্যা তৈরি হবে আগামী সোমবার।