নাজিয়া রহমান, সাংবাদিক: সেজে উঠছে কলকাতা। সেজে উঠছে নন্দন। প্রতিক্ষার অবসান। শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যে সিনে উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে বসে ছিলেন সিনেপ্রেমীরা তার উদ্বোধন ৪ডিসেম্বর। এই উৎসব কি ঘিরে সেজে উঠছে শহরের নানা কোণা। এবার এই চলচ্চিত্র উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। এবার সিনে উৎসব ৩০বছরে পা দিতে চলেছে। তাই এবারের আয়োজন অন্যবারের আয়োজনের থেকে আরও জাঁকজমকপূর্ণ হবে বলে আশাবাদী সিনেপ্রেমীরা। অন্যবারের তুলনায় এবারের ছবির প্রদর্শনীতে থাকবে অভিনবত্ব। এবারের চলচ্চিত্র উৎসবে দেশ – বিদেশ মিলিয়ে ১৮০টি সিনেমা দেখানো হবে বলে জানা গেছে। এবারের ফোকাস কান্ট্রি ‘ফ্রান্স’। কিংবদন্তি ফরাসী পরিচালকদের বেশ কিছু ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গতবারের থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে। প্রতিবারের মতো এবারও তারকাখচিত উৎসবের আয়োজন হবে শহরে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত বসবে চাঁদের হাট। উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে।
এবারের চলচ্চিত্র উৎসবে শতবর্ষ শ্রদ্ধার্ঘ জানানো হবে যাদের, তালিকায় এবার রয়েছেন, তপন সিনহা,হরিসাধন দাশগুপ্ত,অরুন্ধতী দেবী, বংশী চন্দ্র গুপ্ত, মহম্মদ রফি, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, আক্কেনেনি নাগেশ্বরা রাও, তলত মহমুদ, মদন মোহনের মতো কিংবদন্তিদের। এছাড়া স্পেশাল ট্রিবিউট জানানো হবে যে সমস্ত কিংবদন্তিদের তাঁরা হলেন, গৌতম হালদার, অনুপ কুমার, মুখোপাধ্যায়, উৎপলেন্দু চক্রবর্তী, কুমার সাহানি, অ্যালিন ডেলন, মনোজ মিত্রর মতো শিল্পীদের। তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবছর নাও আসতে পারেন শাহরুখ খান, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনরা। যেটা জানা গেছে এবার অতিথি হয়ে উপস্থিত থাকবেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো বি-টাউন সেলেবরা।
এছাড়াও মঞ্চে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিপাড়ার কিছু তারকা। তবে যাই হোক অন্যবারের মত এবারও জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান সিনেপ্রেমীদের নজর কাড়বে বলে এমনটা বলা যেতেই পারে। এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট ১৮০ টি ছবি। এই সিনেমাগুলো নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ ছাড়াও দেখানো হবে স্টার থিয়েটার, সাউথ সিটি, নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, মেনকা সিনেমা, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কয়্যার পিভিআর, গ্লোব সিনেমায়। সিনেপ্রমীরা সিনেমা যেমন দেখবে তাঁর পাশাপাশি সিনেমা উৎসব চালাকালীন প্রতিদিন নন্দন চত্বরের একতা মঞ্চে সিনে আড্ডায় সামিল হতেও পারবেন। অর্থাৎ বলা যেতেই পারে ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সিনেমাময় থাকবে।