নারায়ণ দে, নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, আগরতলা দখলের দিবাস্বপ্নের মাঝেই মাথায় হাত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এদিকে বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মায়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি। এদিকে চরম আশঙ্কায় টহলদারি বাড়িয়েছে বিজিবি (Border Guard Bangladesh)।
বাংলাদেশে রাজনৈতিক ও ধার্মিক অস্থিরতার মধ্যেই মায়ানমারের রাখাইন প্রদেশে বিদ্রোহীদের প্রতিবাদ তুঙ্গে ওঠে। মংডো শহরের শেষ সেনাঘাঁটি দখলের মধ্যে দিয়ে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী সশস্ত্র জনজাতি বাহিনী। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা জানিয়েছেন, সেনাঘাঁটি দখলের সময় ওই ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে বন্দিও করা হয়েছে। হামলার পর প্রাণ বাঁচাতে বেশ কিছু সেনা পালানোর চেষ্টা করেছিলেন। তখনই জুন্টা সরকারের ওই সেনাকর্তাকে বন্দি করা হয় বলে তিনি নিশ্চিত করেছেন। মংডোর পাশাপাশি বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকার বুথিডং ও পালেতাওয়ার দখল নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। যদিও রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি মায়ানমারের সামরিক বাহিনী।
সীমান্তবর্তী রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যেহেতু সীমান্তের ওপারে বিদ্রোহী আরাকান আর্মি দখলে নিয়েছে, সে কারণে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে যাতে কোনও অনুপ্রবেশ না ঘটে। সীমান্তে অযাচিত যাতায়াত বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত লাগোয়া বসবাসকারী নাগরিকদের সচেতন করতে মাইকিংও করা হচ্ছে। বাংলাদেশের নাফ নদীতে মায়ানমার সীমান্তের ওপারে যেন কোনওক্রমেই কোনও নৌকা না যায়, তাও জানিয়ে দেওয়া হচ্ছে মাইকিং করে। কেউ যেন সীমানা পেরিয়ে এদিকে না আসে সেদিকে নজর রাখছে বিজিবি। এক্ষেত্রে ছোট ছোট নৌকাগুলোকে নাফ নদীতে বাংলাদেশ অংশে সর্তকতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হলেও বড় ট্রলার, বড় জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন দেখার বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে এবার এই আন্তর্জাতিক সমস্যার মোকাবিলা কীভাবে করে অন্তর্বর্তী সরকার।