সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- এবার থেকে অসমের হোটেল-রেস্তোরাঁ এবং বিয়েবাড়িতে পরিবেশন করা যাবে না গরুর মাংস। এমনকী প্রকাশ্যে নিষিদ্ধ করা হল গরুর মাংস বিক্রি। এমনটাই নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। গোমাংস পরিবেশন বা প্রকাশ্যে বিক্রি করতে গিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। অসমের ক্যাবিনেট বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্তকে আইনে পরিণত করা হবে বলে জানা গেছে। পাশাপাশি আনা হবে বিভিন্ন বিধিনিষেধ। এতদিন মন্দির সংলগ্ন এলাকায় গোমাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। নতুন নিয়মে গোটা রাজ্যের কোনও এলাকাতেই প্রকাশ্যে গোমাংস বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হল।
অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন, ” ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, অসমের কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস বিক্রি করা যাবে না। পাশাপাশি কোনও অনুষ্ঠানে গোমাংস পরিবেশন বা প্রকাশ্যে বিক্রিও করা যাবে না”। তিনি আরও বলেন, “আগে অসমে গোমাংস বিক্রির যে নিয়ম ছিল তা, রাজ্যের যেকোনও মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে করা যাবে না। এবার গোটা রাজ্যের কোথাও বিক্রি না করার নির্দেশ”। অসমে ৩ বছর আগে, অসম গোসংরক্ষণ আইন ২০২১ আনা হয়। এই আইন অনুযায়ী, হিন্দু, শিখ বা জৈন অধ্যুষিত এলাকায় গোহত্যা এবং গোমাংস বিক্রি নিষিদ্ধ করা হয়।