সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার পর এবার মহারাষ্ট্র। মহারাষ্ট্র এটিএসের হাতে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। সারা দেশের বিভিন্ন প্রান্তে চলছে অনুপ্রবেশকারী বিরোধী অভিযান। এরই মধ্যে বড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের। মুম্বই, নভি মুম্বই, নাসিকের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে ১৭ জনকে যৌথভাবে গ্রেফতার করে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও স্থানীয় থানা। ধৃতেরা অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানা গেছে। তাঁদের কারও কাছেই কোনও নথি ছিল না। নাগরিকত্ব সংক্রান্ত কোনও নথিই দেখাতে পারেননি অনুপ্রবেশকারীরা বলে দাবি পুলিশের। ধৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। গত সপ্তাহে মোহিন হায়াত বাদশা শেখ ওরফে মহিউদ্দিন নামে ৫১ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। ৩৪ বছর আগে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিলেন তিনি বলে জেরায় জানিয়েছিল অভিযুক্ত। ভুয়ো তথ্য দিয়ে ভারতে প্যান, আধার এবং ভোটার কার্ডও তৈরি করায় সে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। চিকেনস নেকই লক্ষ্য বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। ভারতে সন্ত্রাসবাদের বিস্তার করার জন্য বাংলাদেশি জঙ্গিরা অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছে বলে জানা যাচ্ছে। কয়েক দিন আগেই ত্রিপুরা থেকে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেনে কলকাতা আসার পরিকল্পনাও করে তাঁরা। ট্রেন ধরার আগেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশ অনুপ্রবেশকারী রুখতে অভিযান জারি রয়েছে বলে জানা যাচ্ছে।