সাংবাদিক : সুচারু মিত্র : বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ফের ভারত বিরোধী মন্তব্য ,আর এবার বাংলাদেশে প্রাক্তন সেনাকর্তা অলি আহমেদ বললেন অন্যান্য বন্ধু রাষ্ট্রের সাহায্য নিয়ে ভারতের উদ্দেশ্যে পারমাণবিক আক্রমণ করা যেতে পারে। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার শুরু হয়েছে। অনেকেই বারে বারে বলছেন মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের কথা বোধহয় ভুলে গেছে বাংলাদেশ। আর এমন একটা পরিস্থিতির মধ্যেই একদিনের সফরেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তবে উত্তরবঙ্গে এসএসবির জন্য তার এই সফর। এস এস বির হেডকোয়াটার এছাড়াও রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে বিশেষ কিছু বৈঠক করার জন্যই অমিত শাহের এই সফর। মূলত সারাদিনটাই শিলিগুড়িতে এসএসবির দফতরেই কাটাবেন অমিত শাহ। বেশ কয়েকটি ছোট ছোট বৈঠকও থাকছে। তবে বাংলাদেশ পরিস্থিতির মাঝে সীমান্ত নিয়ে ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু হয়েছে আর এই সফরে এসে এবার বাংলাদেশকে নিয়ে কোন মন্তব্য করেন কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দিকেও তাকিয়ে থাকতে হবে।
শুক্রবার বিকেলে বাগডোগরা এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে সাহের এই সফরে কোন রাজনৈতিক কর্মসূচি নেই। প্রতিরক্ষা এবং এসএসবির জন্যই তার এই সফরে আসা। যদিও অমিত শাহের এই বঙ্গ শহরের মাঝেই বাংলাদেশ নিয়ে ভারতের পক্ষ থেকে কোন বার্তা বাংলাদেশকে দেওয়া হবে কিনা তা নিয়েও জল্পনা এই মুহূর্তে তুঙ্গে বলা যেতে পারে।