নাজিয়া রহমান, সাংবাদিক: উচ্চশিক্ষায় বড় সিদ্ধান্ত বিদ্যালয় মঞ্জুরি কমিশনের। স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে নয়া খসড়া প্রকাশ ইউজিসি-র। সূত্রের খবর,২০২৪-এর উচ্চশিক্ষা সংক্রান্ত আইনের কথা উল্লেখ করে ইতিমধ্যে নয়া কোর্স সংক্রান্ত এই খসড়া তৈরি করেছে ইউজিসি। যেখানে উল্লেখ করা হয়েছে, এক সঙ্গে একের বেশি বিষয় নিয়ে যেমন ছাত্রছাত্রীরা পড়তে পারবেন তেমনই বছরে দু’বার, অর্থাৎ জুলাই অথবা অগস্ট এবং জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভর্তি নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলি। এছাড়া কোনও পড়ুয়া চাইলে দু’টি কোর্সের মধ্যে একটিকে মাঝপথেই ছেড়ে দেওয়ার সুযোগ পাবেন। ইউজিসির এই খসড়ায় সাড়া দিয়েছেন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানা গেছে। তবে ইউজিসির এই নতুন সিদ্ধান্তে সংশয় প্রকাশ করেছেন এই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তিনি এক্স হ্যান্ডেলে হীরক রাজার দেশে’র সেই সংলাপ তুলে ধরে বলেন ‘ওঁরা যত বেশি জানে, তত কম মানে’। এছাড়াও তিনি লেখেন, “দেখে মনে হল এর সাধ অনেক, কিন্তু সাধ্যের বিষয়ে সে নিশ্চুপ। বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষা ব্যবস্থার খোলনলচে বদল হবে, কিন্তু অর্থ আসবে কোথা থেকে? আসলে চুপিচুপি পেছনের দরজা দিয়ে উচ্চশিক্ষাকে ব্যয়বহুল এবং বেসরকারি ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, যাতে সাধারণ বাড়ির ছেলেমেয়েদের সাধ্যের বাইরে চলে যায়।” অর্থাৎ তাঁর মনে ইউজিসির এই নয়া নিয়মে সাধারণ পড়ুয়াদের ক্ষেত্রে উচ্চশিক্ষার পথ আরও দুর্গম করে দেবে।