সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলায় এতদিন ছিল নানান ঝক্কি। মুশকিল আসান করতে বিশেষ ঘোষণা করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। পিএফের টাকা তোলা যাবে এবার এটিএম থেকেই। শ্রম মন্ত্রকের তরফে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি সহজ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। যাঁরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employment Provident Fund Organization) বা (EPFO)-র আওতায় রয়েছে তাঁরা ২০২৫ সাল থেকে পিএফের টাকা এটিএম থেকে তুলতে পারবে। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা।
পিএফের টাকা তোলার পন্থা সহজ করার উদ্দেশ্যে এই পরিকল্পনা বলে দাবি মন্ত্রকের সচিবের। “পিএফের টাকা তোলার যোগ্যরা এর থেকে লাভবান হবেন বলে মত শ্রম সচিবের”। প্রযুক্তি এগোচ্ছে তাই আগামী দিনে আরও প্রযুক্তিগত উন্নয়ন দেখা যাবে বলেও জানান সুমিতা দাওরা। তিনি আরও বলেন, ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই এর প্রভাব লক্ষ্য করা যাবে। “ইপিএফও”-র অন্তর্ভূক্ত প্রায় ৭ কোটি মানুষ রয়েছেন। এঁদের মধ্যে অনেকেরই টাকা ম্যাচিওরিটি হয়েছে। এতদিন টাকা তোলা ছিল বেশ জটিল। আগামী দিনে টাকা তোলার পথ সুমসৃণ হল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।