সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ছত্তিসগড়ের জঙ্গল মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত। প্রতিদিনই মাওবাদী কার্যকলাপ জারি রয়েছে এখানকার বিস্তর বনাঞ্চলে। এবার এখানকার বিজাপুর জেলার এক বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা। বিজাপুরের ফাজেরগড় থানা এলাকার সোমনাপল্লি গ্রামের ওই বিজেপি নেতাকে খুন করা হয়। মাওবাদীরা ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে পুলিশের “চর” সন্দেহে খুন করে। বিজেপি নেতা কুড়িয়াম মাড়োকে তাঁর বাড়ি থেকে টেনে হিঁচরে বের করে আনা হয়। এরপর গলায় ফাঁস দিয়ে সর্বসমক্ষে শ্বাসরোধ করে খুন করে মাওবাদীরা। বিজেপির কৃষক সংগঠন, ভারতীয় জনতা কিষাণ মোর্চার বিজাপুর জেলার সহ সভাপতি ছিলেন কুড়িয়াম মাড়ো। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টার। পোস্টারে মৃত বিজেপি নেতাকে পুলিশের চর বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আগেও ওই বিজেপি নেতাকে সতর্ক করা হয়েছিল, তাও বলা হয়েছে বিজাপুর ন্যাশনাল পার্ক এরিয়া কমিটির তরফে। এই কারণেই বিজেপি নেতাকে খুন করার নিদান দেয় মাওবাদীরা।
গত ৭ই ডিসেম্বর বিজাপুর জেলারই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকাকে খুন করেছিল মাওবাদীরা। তাঁকেও একইভাবে পুলিশের চর সন্দেহ করে খুন করে মাওবাদীরা। গত সপ্তাহের শুক্রবার রাতে টিমাপুর গ্রামে তাঁকে খুন করা হয়। লক্ষ্মী পদম নামে বছর ৪৫-এর ওই মহিলার বাড়িতে ঢোকে সশস্ত্র মাওবাদীর দল। তাঁকেও পরিবারের সামনে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে মাওবাদীরা। চলতি বছর বস্তারে মাওবাদীদের হাতে খুন হয়েছে ৬০ জন।