মাধ্যমিক পরীক্ষার হলে নকল করা বা প্রশ্ন ফাঁস রুখতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। তাই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের সচেতন করতে এ বার একগুচ্ছ নিয়মাবলি টেস্ট পেপারেই ছাপালো পর্ষদ।
নাজিয়া রহমান, সাংবাদিক: ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার হলে নকল করা বা প্রশ্ন ফাঁস রুখতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। তাই পরীক্ষা নিয়ে এ বার একগুচ্ছ নিয়মাবলি টেস্ট পেপারেই ছাপানো হল পর্ষদের তরফ থেকে। অসাধু উপায়ে যাতে কেউ পরীক্ষা দেওয়ার পরিকল্পনা না করে, সে বিষয়ে পরীক্ষার্থীদের আগে থেকেই সচেতন করতেই এই উদ্যোগ পর্ষদের । এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলিতে পরীক্ষার্থীদের সচেতন থাকতে হবে, পরীক্ষার্থীরা পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনও নথি নিয়ে যেন প্রবেশ না করে। অভিভাবককে পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও অভিভাবক যেতে পারবেন না। মোবাইল ফোন কিংবা কোনও বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।ভাল ফলের জন্য কোনও অসাধু উপায় অবলম্বন করা যাবে না।পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার হলের বাইরে যাওয়া চলবে না। পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারেই এই নিয়মাবলী উল্লেখ করা হয়েছে। এই নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “সরকার যে টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের দেয় সেই টেস্ট পেপারের শুরুতে সচেতন করার জন্য এই ধরণের কথাগুলো লেখা আছে। কিন্তু এই টেস্ট পেপার এতো দেরিতে প্রকাশিত হয় যে বাধ্যতামূলকভাবে নিতে হলে ও ছাত্র ছাত্রীরা কাজে লাগায় না। বাড়িতে ফেলে রাখে। এগুলো দিয়ে কোটি কোটি টাকা খরচ করার কোনো মানে হয় না।” অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর বক্তব্য,”পরীক্ষা যাতে সার্বিকভাবে সুসম্পন্ন হয় তার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সকল, অভিভাবক এবং ছাত্র সবাইয়ের তার তার জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন একটি জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালিত না হলে তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। পর্ষদের পক্ষ থেকে এখানে ছাত্র-ছাত্রীদের কাছে যে নির্দেশিকা বা পরামর্শ দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি সকল পরীক্ষার্থীর মেনে চলা উচিত। এই বিষয়গুলি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের পুনরায় স্মরণ করিয়ে দেবো।” তবে যাই হোক মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও সব পরীক্ষার্থীই তা আদৌ মানবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক সংগঠনের একাংশ। তবে, শিক্ষামহলের একাংশের এও দাবি, পড়াশোনার সঙ্গে এই তবে, শিক্ষামহলের একাংশের এও দাবি, পড়াশোনার সঙ্গে এই নৈতিক শিক্ষা দেওয়াটা পর্ষদের দায়িত্বের মধ্যে পড়ে। এ বার এই নিয়মাবলি পরীক্ষার কওছুদিন আগে দেওয়াতে তার কিছুটা প্রভাব পড়বে বলে মত অনেকের।