বছর শেষে ইন্দ্রপতন। চলে গেলেন তবলার জাদুকর জাকির হুসেন। শোক স্তব্ধ সকলেই।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ৭৩ বছরে এসে ঈশ্বরের ছন্দ পতন ঘটল। রবিবার তাল লয়ের সঙ্গে চিরতরে বিচ্ছেদ ঘটলো জাকির হুসেনের। সানফ্রান্সিসকোর এক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ওস্তাদজী।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। হৃদরোগের সমস্যায় আক্রান্ত হন জাকির। রবিবারই তার অবস্থার অত্যন্ত পিছন অবনতি হয় এবং রাতেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরিবারের তরফে সে সময়ে জানানো হয়, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। এখনও লড়ছেন তিনি কিন্তু শেষ রক্ষা হল না। লড়াইয়ে শেষ অবধি হার মানলেন তিনি।
মুম্বইয়ে ১৯৫১ সালে জন্ম গ্রহণ করেন জাকির হুসেন। তিনি ছিলেন তবলাবাদক, সঙ্গীতজ্ঞ তথা প্রাক্তন অভিনেতা উস্তাদ আল্লা রাখার পুত্র। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সঙ্গে সম্পর্ক শুরু তর। সাত বছর বয়সে মঞ্চে একক অনুষ্ঠান করেন তিনি। জাকিরের ঝুলিতে রয়েছে ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান। ২০২৪ সালে জাকির হুসেনের হাত ধরেই ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে গ্র্যামি অ্যাওয়ার্ড পায় ভারতীয় ব্যান্ড শক্তির গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র উস্তাদ জাকির হুসেন।। বিদেশের বহু সম্মানে ভূষিত তিনি। তার প্রয়াণে শোকস্তব্ধ সকলেই।