টলিপাড়ার অন্যতম চর্চিত কাপল অঙ্কুশ-ঐন্দ্রিলা। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের। তাদের সম্পর্ক একেবারে এক ওপেন সিক্রেট। সোমবার থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা, এবার কি ছাদনাতলায় যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এই প্রশ্ন অনেকেরই যে কবে বিয়ে করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? তবে প্রশ্ন থাকলেও উত্তর পাওয়া যায়না। তবে এবার মনে হচ্ছে সেই উত্তর খুঁজে পাওয়া যাবে।
সৌজন্যে একটি ভিডিও আর তা দিয়েই এই মুহুর্তে অনেকেই মনে করছেন এবার হয়তো সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যে ভিডিওতে দেখা যাচ্ছে সম্ভাব্য বিয়ের শপিং করতে গিয়েছেন দুজনে। আর সেই ভিডিও এক নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তাদের এই ভিডিও থেকেই এই খবরটি প্রথম ছড়ায় যে এবার তাহলে ঐন্দ্রিলার সঙ্গে সংসার শুরু অঙ্কুশের নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে ঐন্দ্রিলা জানিয়েছেন, “তারা নতুন বছরে নতুন জীবন শুরু করতে চলেছেন। নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।
সদ্যই বড়দিন গিয়েছে। বছরশেষের উদ্যাপন দোরগোড়ায়। উৎসবের আবহে বিয়ের ঘোষণা করতেই তাদে অনুরাগীরাও উচ্ছ্বসিত। সকলেই অনেক দিন ধরে দিন গুনছেন, কবে তাদের দুই প্রিয় মানুষ সফল দম্পতি হবেন? দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে আছেন। করোনা আবহে লিভ ইনও করেছেন তারা।
ভিডিও থেকে দেখা যাচ্ছে তাদের বিয়ের সম্ভাব্য পোশাকশিল্পী অভিষেক রায়। তার কালেকশন থেকে ঐন্দ্রিলাকে দেখা গেছে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গয়না বেছে নিচ্ছেন। রিসেপশনে দিন অঙ্কুশ সাজতে পারেন কালো শেরোয়ানিতে। কিন্তু বিয়ের দিন? নাহ মুখে কুলুপ দুজনেরই।