ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ কাউন্সিলের বৈঠকের সময় ভাঙচুর ও আক্রমণের ঘটনায় কামারহাটি থানায় দায়ের হওয়া এফআইআর-এর কেস ডায়ারি জমা দিল রাজ্য। রেসিডেন্ট ডাক্তাররা তৃণমূলপন্থী ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে র্যাগিং ও আক্রমণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছিল। বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ওইদিন অধ্যক্ষের ঘরের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তাতে দেখা গিয়েছে বৈঠকের সময় বাইরে থেকে ভিডিও করা হচ্ছিল। ওইসময় কিছু কারণবশত কাঁচ ভেঙে যায়। তবে এতে আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। কলেজ কর্তৃপক্ষের তরফেও র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করা হয়। কর্তৃপক্ষের দাবি, এই ঘটনা ডাক্তারদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। রাজ্যের জমা দেওয়া কেস ডায়ারি মুখবন্ধ খামে জমা রাখা হয়। এছাড়া ৫ সেপ্টেম্বর ভাঙচুর ও আক্রমণের ঘটনায় যে ১১ জন পড়ুয়াকে ওই মেডিকেল কলেজ থেকে সাসপেন্ড করা হয় তারাও আদালতে মামলা দায়ের করে। এই মামলাতে বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ কর্তৃপক্ষকে ঘটনা সংক্রান্ত সমস্ত তথ্য আদালতে জমা দিতে বলেন। তারপর আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান।