সেটের ফল দ্রুত প্রকাশে উদ্যোগী কলেজ সার্ভিস কমিশন। সূত্রের খবর নতিন বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হতে পারে এই ফল। যা নিয়ে চলছে জোর প্রস্তুতি।
নাজিয়া রহমান, সাংবাদিক: চলতি বছর ১৫ ডিসেম্বর রাজ্যজুড়ে নেওয়া হয় কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা সেট। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলপ্রকাশে উদ্যোগী কমিশন। কমিশন সূত্রে খবর, দ্রুত ফলপ্রকাশের জন্য চলছে জোরকদমে প্রস্তুতি। এবারের পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য বেশ কিছু পদক্ষেপও করেছিল কলেজ সার্ভিস কমিশন। এবার প্রথমবার অ্যাডমিট কার্ডে কিউআর কোড-এর ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি সেটের প্রশ্নপত্রেও কিউআর কোডের ব্যবহার করা হয়েছিল। তার কারণ যদি কেউ প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তাহলে সেই অভিযুক্তকে অতিসহজে যাতে চিহ্নিত করা যায় তার জন্যই এই উদ্যোগ। চলতি বছর এই পরীক্ষায় বসার জন্য ৫৮ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী আবেদন করেন।
১৫ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের উদ্যোগ কমিশনের। কিন্তু ফলপ্রকাশের আগে মডেল উত্তরপত্র আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে। আর সেটা জানুয়ারি মাসের প্রথমদিকেই করা হবে বলে জানা গেছে। কমিশন সূত্রে যা জানা গেছে, কমিশন প্রথমে, সেটের মডেল উত্তরপত্র আপলোড হবে। তারপর মডেল উত্তরপত্রের নিরিখে পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। পরীক্ষার্থীদের থেকে যে মতামত গুলি আসবে সেগুলি নিয়ে কমিশনের তরফ থেকে বিশেষজ্ঞদের সঙ্গে মতামত নেওয়া হবে। তারপরই চূড়ান্ত উত্তরপত্র আপলোড হবে। চূড়ান্ত উত্তরপত্র আপলোড হওয়ার পরই কমিশন সেটের ফল প্রকাশ করবে। সেটের ফল প্রকাশের পর রাজ্য সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে ফের বিজ্ঞপ্তিও জারি করা সম্ভাবনা রয়েছে বলেও চর্চায় রয়েছে। যাতে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় সেনিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি।