সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে পুলিশ মহল নিয়ে উষ্মা প্রকাশ করেন। সেখানেই তিনি উল্লেখ করেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডিতে পুলিশ কর্তাদের রদবদলের কথা। এরপরই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই, রাজ্য পুলিশে রদবদল হল। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদ এডিজি সিআইডি পদ থেকে অপসারণ করা হল ১৯৯৭ সালের আইপিএস আর. রাজাশেখরণকে। তাঁকে পাঠানো হল এডিজি ট্রেনিং পদে। এডিজি সিআইডি পদে আপাতত কাউকে আনা হয়নি। এডিজি ট্রেনিংয়ে ছিলেন ১৯৯৬ সালের আইপিএস দময়ন্তী সেন। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে তদন্তকারী আধিকারিক ছিলেন এই দুঁদে মহিলা আইপিএস। তাঁকে নিয়ে আসা হল এডিজি পলিসি পদে। এডিজি পলিসি পদে ছিলেন ১৯৯৫ সালের আইপিএস আর. শিবকুমার। তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি পদে। এই পদে ছিলেন ১৯৯৬ সালের আইপিএস রাজীব মিশ্র। তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের মর্ডানাইজেশন ও কো-অর্ডিনেশনের আইপিএস পদে। এই পদে কে আসবেন তা নিয়ে জল্পনা রয়েছে পুলিশ মহলে।
বর্তমানে রাজ্যের ডিজি পদে রয়েছেন রাজীব কুমার। দীর্ঘদিন কলকাতা পুলিশের নগরপাল পদে ছিলেন তিনি। তাঁর সঙ্গে সমন্বয় নিয়ে চলতে পারবে এবং রাজ্যের গোয়েন্দা বিভাগের হাল শক্ত হাতে ধরতে পারবেন। এমন আধিকারিককেই আনা হবে এডিজি সিআইডি পদে বলে মনে করছে আইপিএস মহল। এখনও এই পদে কে আসবেন তা নিশ্চয়তার সঙ্গে বলা যাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি সেই তালিকা বের হবে বলে জানা গেছে।