ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক
। আইন কলেজই আইন মানছে না। এই অভিযোগে মামলা দায়ের হল হাইকোর্টে। অভিযোগ, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ‘ল’ কলেজ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশনের বৈধতার মেয়াদ শেষ হলেও তারা নতুন করে রেজিস্ট্রেশন করায়নি। ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারছেন না। যে কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কলেজের বেশ কয়েকজন পড়ুয়া। এহেন অভিযোগে শুক্রবার রীতিমত বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। অভিযোগের প্রেক্ষিতে আপাতত বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। কাউন্সিলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেছেন, ‘বছরের পর বছর ইন্সপেকশন না হয়ে কী ভাবে কলেজগুলি চলছে? কেন বার কাউন্সিল কোনও ব্যবস্থা নিচ্ছে না?’ এরপরই বিচারপতি নির্দেশে জানান, এই কলেজের পরিকাঠামো-সহ মামলায় উল্লিখিত যাবতীয় তথ্য হলফনামা আকারে কাউন্সিলকে জানাতে হবে। আগামী ২৬ ফেব্রুয়ারী মামলার পরবর্তী শুনানি।