ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ চিকিৎসকের সই জাল করে কোর্টকে বিভ্রান্ত করে নিজের পক্ষে রায় পেয়েছেন আবেদনকারী মাসুদ শেখ। বিচারপতি ঘোষের নির্দেশ মাসুদকে দেওয়া পুলিশি নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে প্রয়োজন হলে গ্রেফতার করতে পারবে সুতি থানার পুলিশ।
প্রসঙ্গত নিজেকে সমাজসেবী ও আইনের পড়ুয়া পরিচয় দিয়ে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ করে হাই কোর্টের দ্বারস্থ হয় সুতি মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ শেখ। আদালতে তিঁনি জানান যে বিভিন্ন অবৈধ কর্যকালাপের বিরুদ্ধে পদক্ষেপ করায় এলাকার সমাজবিরোধীররা তাকে হুমকি দিতে থাকে। থানায় অভিযোগ করলেও কোন ব্যাবস্থা নেওয়া হয়নি উলটে তাকেই পুলিশ হেনস্থা করে। পূর্বের শুনানিতে আবেদনকারীকে নিরাপত্তা দেওয়ার ও অভিযোগের পর্যাপ্ত তদন্ত করার নির্দেশ দেয় কোর্ট।
সোমবার রাজ্যের আইনজীবী আদালতে জানান যে, তদন্তে মাসুদের দেওয়া মেডিক্যাল রিপোর্টটি ভুয়ো বলে ধরা পরেছে। এদিন অনুপস্থিত ছিলেন মাসুদ শেখ। এরপরেই এই ঘটনায় উষ্মা প্রকাশ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মাসুদের বিরুদ্ধে সুতি থানায় মামলা দায়ের করার নির্দেশ দেন। এই মামলার পরর্বতী শুনানি ১৩ ফেব্রুয়ারি।