মাম্পী রায়, নিজস্ব প্রতিনিধিঃ আগেই ধুমধাম করে নববর্ষ পালন করেছে গোটা বিশ্ব। কাউন্টডাউনের মাধ্যমে রাত ১২টা বাজতেই বাজি ফাটিয়ে, নাচে গানে কোমর দুলিয়ে সেলিব্রেশনে মেতেছেন বিভিন্ন দেশের মানুষ। কিন্তু নতুন বছরে নতুন প্রজন্মের নতুন নামকরণের বিষয়টি কি জানেন ?
২০২৫ সাল থেকে জন্ম নেওয়া শিশুদের জন্য নামকরণ করা হয়েছে ‘জেন জেড’। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জন্ম নেওয়া শিশুদের নির্দিষ্ট নামকরণ করা হয়েছে। ২০২৪-এ শেষ হয়েছে জেন আলফা। ২০২৫-এ শুরু হয়েছে জেন বিটা।
একঝলকে দেখে নেওয়া যাক, কোন সালে জন্ম নেওয়া প্রজন্মের নাম কী –
১৯২৮- ১৯৪৫ : সাইলেন্ট জেনারেশন
১৯৪৬-১৯৬৪ : বেবি বুমার্স
১৯৬৫-১৯৮০ : জেন এক্স
১৯৮১ – ১৯৯৬ : মিলেনিয়ালস
১৯৯৭-২০০৯ : জেন জেড
২০১০-২০২৪ : জেন আলফা
২০২৫-২০৩৯ : জেন বিটা
চলতি বছর থেকে শুরু হওয়া প্রজন্ম তথা জেন বিটাকে বেবি বিটা নামে অভিহিত করা হবে। মনে করা হচ্ছে, এই প্রজন্মের শিক্ষাগ্রহণে বড় ভূমিকা পালন করবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বেবি বিটা প্রজন্ম এআই প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। এদের মধ্যে সৃজনশীলতার অভাব থাকতে পারে। এই প্রজন্মের অনেকেই ২২ শতককে স্বাগত জানানোর সুযোগ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।