সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ছত্তিসগড়ে লাগাতার জারি রয়েছে মাওবাদী দমন অভিযান। এরই মধ্যে মাওবাদীদের হামলায় মৃত্যু হল ৯ জনের। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। এই বিস্ফোরণেই মৃত্যু হয় দান্তেওয়াড়া ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজির (DRG) ৮ নিরাপত্তারক্ষীসহ গাড়িচালকের।
সোমবার ছত্তিসগড়ের বিজাপুরে আইইডি (IED) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। শনিবার রাতেই ছত্তিসগড়ে মাওবাদী দমন অভিযান মৃত্যু হয় ৪ মাওবাদীর। সোমবার নিরাপত্তা বাহিনী মাওবাদী নিকেশ অভিযান শেষে ফিরছিলেন। একটি স্করপিও গাড়িতে ফিরছিলেন তাঁরা। কুতরু থানা এলাকার আম্বেলি গ্রামে আইইডি বিস্ফোরণ করে মাওবাদীরা। ছিন্নভিন্ন হয়ে যায় গাড়িটি। গাড়ির একটি অংশ গাছের ডালে গিয়ে পড়ে আটকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জওয়ান ও স্করপিও চালকের বলে দাবি, বস্তারের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি।
এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ছত্তিসগড়েরর মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
“মৃত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানাই। জওয়ানদের এই আত্মত্যাগ ব্যর্থ হবে না। মাওবাদীদের নির্মূল করতে আমাদের লড়াই জারি থাকবে।” লিখে পোস্ট করেন তিনি। জওয়ানদের মৃত্যুকে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন ছত্তিসগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন। ২ বছর পর এতো বড় ঘটনা ঘটল ছত্তিসগড়ে। নিরাপত্তাবাহিনীর উপর আইইডি হামলা চালাল মাওবাদীরা। ২০২৩ সালের ২৬শে এপ্রিল দান্তেওয়াড়া জেলায় একটি গাড়ি উড়িয়েছিল মাওবাদীরা। সেই বারে ১০জন পুলিশকর্মী ও গাড়িচালক বিস্ফোরণে মারা যান।