প্রশ্নফাঁস রুখতে আরও কড়া পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রশ্নপত্র নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে সংসদ। এবার সরাসরি পরীক্ষা হলে খোলা হতে পারে প্রশ্নের প্যাকেট।
নাজিয়া রহমান, সাংবাদিক: প্রশ্নফাঁস রুখতে আরও কড়া পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। মার্চ মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদের পক্ষ থেকে কয়েক বছর থেকেই প্রশ্নফাঁস হওয়া ঠেকাতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়।সূত্রের খবর,এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে সংসদ। জানা গেছে, আর প্রধান শিক্ষক বা শিক্ষিকার ঘরে নয়, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট এবার সরাসরি খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই। এতদিন পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার ঘরে প্রশ্নপত্র খোলা হত। তারপর সেই প্রশ্ন বিতরণ করা হতো বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ঘরে। নিয়মমাফিক পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হত।কিন্তু এবার সেই নিয়মে বদল আনতে চলেছে সংসদ। এবার প্রশ্নপত্র সরাসরি খোলা হবে পরীক্ষাহলে পরীক্ষার্থীদের সামনে। প্রশ্নফাঁস রুখতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
২০২৫ সালে শেষবারের মতো পুরনো পাঠক্রম অনুযায়ী উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা। তারপর থেকে নেওয়া হবে সেমেস্টার পদ্ধতিতেই পরীক্ষা।২০২৪ সাল থেকে একাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতি শুরু হয়ে গেছে। ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমেস্টারে। সেই হিসেব অনুযায়ী ২০২৫ সাল শেষবারের মতো পুরনো পাঠক্রম অনুযায়ী উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। আর এবছর থেকে প্রশ্নফাঁস রুখতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।এবার থেকে সিল করা প্রশ্নপত্র একেবারে সোজা ঢুকবে পরীক্ষার কেন্দ্রের ঘরগুলিতে। সেখানে খোলা হবে প্যাকেট তারপর পরীক্ষার্থীদের কাছে বিতরণ করা হবে প্রশ্ন।বাড়তি সর্তকতার সঙ্গেই প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে এমন উদ্যোগ বলে জানা গেছে।