সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: যাত্রী ভোগান্তি শিয়ালদহ শাখার সাথে যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। প্রতিদিন লোকাল ট্রেনগুলোর অনেকটাই দেরিতে শিয়ালদহে আসা কিংবা নির্ধারিত সময়ের পরে ছেড়ে যাওয়া এক প্রকার নিয়ম হয়ে গেছে এর পাশাপাশি রয়েছে মাঝেমাঝেই ট্রেন বাতিল। এবার ফের সেই একই ঘটনা।
এবার ফের যাত্রী ভোগান্তি শিয়ালদহ শাখায়। শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর অবধি শিয়ালদহ-বারুইপুর শাখায় বাতিল ১০৮টি লোকাল ট্রেন। এর ফলে অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন যাত্রীরা তা বলাই বাহুল্য।
শিয়ালদহ-বারুইপুর শাখার বাতিল ট্রেন:
১) আপ ৩৪৬১১: সকাল ৬:১৩ বারুইপুর থেকে।
২) আপ ৩৪৬১৩: সকাল ৬:৫৮ বারুইপুর থেকে।
৩) আপ ৩৪৬১৭: সকাল ৭:৫৮-এ বারুইপুর থেকে।
৪) আপ ৩৪৬২১: সকাল ৮:৫৬-এ বারুইপুর থেকে।
৫) আপ ৩৪৬২৩: সকাল ৯:২৪-এ বারুইপুর থেকে।
এভাবে আরও ১২টি ট্রেন বাতিল হবে, এছাড়াও শিয়ালদহ থেকে মোট ২৬টি ডাউন ট্রেন বাতিল
শিয়ালদহ-সোনারপুর শাখার বাতিল ট্রেন:
১) আপ ৩৪৪১১: সকাল ৪:৪০-এ সোনারপুর থেকে।
২) আপ ৩৪৪১৭: সকাল ৯:২২-এ সোনারপুর থেকে।
৩) ডাউন ৩৪৪১২: সকাল ৪:১৫-তে শিয়ালদহ থেকে। এভাবে আরও ৫টি ট্রেন বাতিল
বিভিন্ন শাখার বাতিল ট্রেনের তালিকা
বিবাদী বাগ-বারুইপুর: সন্ধ্যা ৬:২২-এ আপ ৩০৪৫১।
শিয়ালদহ-বারুইপুর: মোট ৫৩টি ট্রেন বাতিল হবে।
শিয়ালদহ-সোনারপুর: বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।