ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: বইমেলায় কাদের স্টল দেওয়া হয়েছে, এবার সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, চলতি বছরের বইমেলায় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড স্টল বিতরনের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই অনুযায়ী তারা কাদেরকে স্টল বিতরন করেছে তার পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে হাইকোর্টে। ঘটনা হল, আসন্ন ৪৮তম বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল বসানোর অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে কেন পরিষদকে স্টল দেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তুলে গিল্ডের অবস্থান জানতে চেয়েছিল বিচারপতি অমৃতা সিনহা। সোমবার ছিল সেই মামলার শুনানি। এদিন শুনানিতে গিল্ডের তরফে দাবি করা হয়, গিল্ড একটি বেসরকারি সংস্থা। এর আগে এপিডিআরের মামলাতে তা স্পষ্ট হয়ে গিয়েছে। স্টল বিলির জন্য একাধিক শর্ত আরোপ করে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল গিল্ড।
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবার তারা স্টল বিলি করেছে। সেক্ষেত্রে আবেদনকারী বিশ্ব হিন্দু পরিষদ কোনও প্রকাশনা সংস্থা নয়। তাই তাদের স্টল বিলি করা হয়নি। বিশ্ব হিন্দু পরিষদের তরফে পাল্টা দাবি করা হয়, বিশ্ব হিন্দু বার্তা বিশ্ব হিন্দু পরিষদের অংশ। আর এক্ষেত্রে প্রকাশনা সংস্থা নির্বাচনে নির্ধারিত কোনও আইন নেই। গিল্ড বেসরকারি সংস্থা হলেও এই আন্তর্জাতিক বইমেলায় রাজ্য সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে। আজ মঙ্গলবার ফের এই মামলার শুনানি।