সাংবাদিক: সুচারু মিত্র: বিজেপির মতোই রাজ্যে এবার সদস্য সংগ্রহ অভিযান সিপিআইএমের(CPIM) যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি ওয়াই এফ আই এর। বিজেপির মতোই লক্ষ্যমাত্রায় পৌঁছলো ডি আই এফ আই এর(DYFI) সদস্য সংখ্যা। ৩৪ লক্ষ সদস্য সংখ্যা করা গিয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা থেকে ২ লক্ষের বেশি সদস্য সংখ্যা করা গেছে বলেই ডি ওয়াই এফ আই(DYFI) সূত্রে খবর। বিগত বেশ কয়েক বছর ধরে সিপিআইএমের(CPIM) সাংগঠনিক অবস্থা অত্যন্ত বেহাল। এমন এক পরিস্থিতির মধ্যে দলের সংগঠন ডি ওয়াই এফ আই(DYFI) উদ্যোগ নিয়েছিল সদস্য সংখ্যা বৃদ্ধি করার। আর সেই উদ্দেশ্য যে বিফলে যায়নি এমনটাই মনে করছেন নেতৃত্ব।
আর. জি. কর ইস্যু থেকে শুরু করে ইনসাফ যাত্রা এই সমস্ত কর্মসূচি মানুষের মনে প্রভাব ফেলেছে, আর সে কারণেই ডি ওয়াই এফ আই এর(DYFI) সদস্য সংখ্যা বেড়েছে বলে মনে করছেন নেতৃত্ব। তবে শুধু কলকাতা নয় দুই ২৪ পরগনা, এবং অন্যান্য জেলা থেকেও খুব ভালো রেসপন্স। আর সেই ভালো রেসপন্সের কারণেই সদস্য সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে ডি ওয়াই এফ আই এর(DYFI)। ৩৪ লক্ষ সদস্য সংখ্যা তারা করতে পেরেছে। কারণ যুব সমাজ তৃণমূল এবং বিজেপির বিকল্প হিসেবে সিপিএমের যুব সংগঠনকেই দেখছে বলে মনে করছে দলের একটা বড় অংশ। এই সদস্য সংখ্যা বৃদ্ধি করে ডি ওয়াই এফ আই(DYFI) আগামী দিনে আরো বড় কোনো কর্মসূচি নিতে চলেছে কিনা তার দিকেও তাকিয়ে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। তবে আর. জি. কর ইস্যুর সময় ডি ওয়াই এফ আই(DYFI) যেভাবে প্রথম থেকে আন্দোলনে ছিল এবং আর. জি. করের ঘটনাতে ডি ওয়াই এফ আইয়ের(DYFI) রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় যেভাবে প্রথমেই একদম আন্দোলন শুরু করেছিলেন সেখান থেকে অনেকটাই রাজনৈতিক অক্সিজেন পেয়েছে সিপিআইএমের(CPIM)যুব সংগঠন ডি আই এফ আই(DYFI)।