মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ অভিনব উদ্যোগ ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির। সম্পূর্ণ বিনামূল্যে একটি হোমিওপ্যাথি চিকিৎসা শিবির হয়ে গেল ময়নায়। ১২ জানুয়ারি অর্থাৎ রবিবার ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির সৌজন্যে ডক্টর সুব্রত অধিকারীর পরিচালনায় কৃপা সিন্ধু মোড়ে বিধভূষণ হোমিও সেবা সদনে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।শিবিরে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক ডাক্তার পরিমল কুন্ডু এবং ডাক্তার পার্থসারথী মল্লিক। এই চিকিৎসা শিবিরে ১৭৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সেখানে আসা মানুষজন। চলতি মাসে এমনই আরও একটি হোমিওপ্যাথি চিকিৎসা শিবির হবে কলকাতায়।