সকাল গোটা দেশের নজর ছিল শিয়ালদহ আদালতের থেকে, ২১০ নাম্বার ঘরে আজ কি সাজা ঘোষণা হতে চলেছে সঞ্জয় রাইয়ের জন্য? মৃত্যুদণ্ড নাকি যাবত জীবন কারাবাস? অবশেষে দুপুর পৌনে তিনটে নাগাদ সাজা ঘোষণা হলো আরজিকর কাণ্ডে। আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সঞ্জয় রাইকে।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: আর জি কর কাণ্ডে যখন প্রতিবাদ চরমে উঠেছিল অরিজিৎ সিং গান গেয়েছিলেন আর কবে? তিনি বলেছিলেন বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, এই রায়ের পরে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন তিলোত্তমার এই যে বলিদান তা কি আদৌ মর্যাদা পেল? তার মা বাবা থেকে শুরু করে বেশিরভাগ সাধারণ মানুষ তারা কিন্তু হতাশ। ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসিই চেয়েছিলেন তারা।
এদিন সঞ্জয় রায়ের সাজা ঘোষণার কারণেই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় শিয়ালদহের আশেপাশের এলাকা। প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়। ছিলেন দুজন ডিসি পদমর্যাদা আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পাঁচ জন, এসআই পদমর্যাদার আধিকারিকরা ৩১ জন, এএসআই পদমর্যতার আধিকারিকরা ৩৯ জন, কনস্টেবল রয়েছে ২৯৯, এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছে ৮০ জন। সব মিলিয়ে প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়ন করা হয় শিয়ালদহ কোর্ট সহ আশেপাশে এলাকায়।
এদিন প্রথমে শুনানিতে একবার সঞ্জয়ের কাছে জানতে চান তার কিছু বলার রয়েছে কিনা। আরো একবার সেই দাবি কর সঞ্জয় যে সে নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। বিচারক জানান তার কাছে যা তথ্যপ্রমাণ এসেছে তার ভিত্তিতেই তিনি বিচার করবেন। শনিবার রায় ঘোষণার শুনানিতে বিচারক জানিয়েছিলেন সঞ্জয়ের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তার জেরে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সেই কথা শুনে সকলেই মনে করেছিলেন হয়তো সঞ্জয়ের সেই সাজাই ঘোষণা হবে। কিন্তু দেখা গেল পরিস্থিতি অনেকটাই আলাদা হয়ে গেল যখন বিচারক ঘোষণা করলেন আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়।
গত ৯ ই আগস্ট থেকে লাগাতার সাধারণ মানুষ পথে নেমেছেন। প্রতিদিন মিছিলে হেটেছেন তারা। রাত দখল থেকে শুরু করে লাগাতার অনশন এমনকি দুর্গাপুজোর আবহেও প্রতিবাদ জারি রাখা সবটাই করেছেন সাধারণ মানুষ। আর জি কর কাণ্ড জন্ম দিয়েছিল এক অন্যরকম গণ আন্দোলনের। এই রায়ের পর নিঃসন্দেহে সঞ্জয়ের আইনজীবী এবং পরিবারের আইনজীবী প্রত্যেকেই আদালতে যাবেন এমনটা বলাই যায়। সেখানে কি বিচারের বাণী নিভৃতে কাঁদবে? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ঠিক যেমন এই মুহূর্তে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারপাশে তিলোত্তমার এই বলিদান তার বিনিময়ে সঞ্জয়ের এই সাজা সত্যিই যথোপযুক্ত?!