মহাকুম্ভকে ঘিরে মহা সমাবেশ হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কোটি কোটি মানুষ পুণ্যস্নান করবেন সেখানে। এছাড়া মহা কুম্ভ মেলার বৃহত্তম ‘যজ্ঞ কুণ্ড’ তৈরি করা হচ্ছে এবার। ১১০০ জন পুরোহিত গরুকে ‘রাষ্ট্রমাতার’ মর্যাদা দেওয়ার দাবিতে ‘মহাযজ্ঞ’ করবেন সেখানে। এই যজ্ঞ এক মাস ধরে চলবে। প্রতিদিন ৯ ঘন্টা করে চলবে এই যজ্ঞ।
ইতিমধ্যে মহাকুম্ভকে কেন্দ্র করে প্রচুর সাধুসন্ত সেখানে ভিড় জমাতে শুরু করেছেন। নিরাপত্তা সংস্থাগুলির কাছে বেশ কিছু হুমকি বার্তাও এসেছে। এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তা ব্য়াবস্থার রয়েছে প্রয়াগরাজে। সাধুসন্তর বেশে যদি কেউ কোনও অশান্তি ঘটানোর চেষ্টা করে, সেদিকেও কড়া রাখছেন তদন্তকারীরা। কুম্ভমেলা উপলক্ষে ৮ টি রেল স্টেশনে ৩হাজারের বেশি বিশেষ ট্রেন চালানো হচ্ছে এবং ১০হাজার বেশি দৈনিক ট্রেন চলছে। এর জেরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে রেল স্টেশনগুলিতে। প্রয়াগরাজের ৯টি রেলওয়ে স্টেশনে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রেল স্টেশনগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকছে জিআরপি ও আরপিএফ। বম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে হাত মিলিয়ে চেকিং চালাচ্ছেন তাঁরা। প্রয়াগরাজ জংশন, সুবেদারগঞ্জ, নৈনি, ছিকভি, প্রয়াগ, সাফামাউ, রামবাগ এবং ঝুসি রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত চলছে চেকিং। গাড়ি থামিয়ে চালককে নামিয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। সব স্টেশনের নিরাপত্তায় কড়া নজর দিতে হবে। সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে খবর দিতে হবে, জওয়ানদের নির্দেশ দিয়েছেন এসপি জিআরপি অভিষেক যাদব।
তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে মহাকুম্ভ স্পেশাল ৪২টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । এই স্পেশাল ট্রেনগুলি হাওড়া-টুন্ডলা, হাওড়া-ভিন্ড, মালদা টাউন-প্রয়াগরাজ হয়ে চলবে।
03409 মালদা টাউন– প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল
২ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি
প্রতি বৃহস্পতিবার ও শনিবার
মালদা টাউন থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়বে
পরদিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রয়াগরাজের রামবাগে পৌঁছবে।
03419 প্রয়াগরাজ রামবাগ–মালদা টাউন কুম্ভমেলা স্পেশাল
২ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি
প্রতি শুক্রবার ও শনিবার
প্রয়াগরাজ রামবাগ থেকে সন্ধে ৭টা ১৫ মিনিটে ছাড়বে ট্রেন
পরদিন দুপুর ২টো ৩০ মিনিটে মালদা টাউন পৌঁছবে
ট্রেনগুলি নিউ ফরাক্কা, বাড়হারোয়া, সাহিবগঞ্জ,
কাহালগাঁওন, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভায়পুরে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।
03021 হাওড়া–টুন্ডলা মহাকুম্ভ স্পেশাল
হাওড়া থেকে ১ থেকে ৮ এবং ১৬ ও ২৪ জানুয়ারি
এছাড়া ৫, ৭, ১৪, ২১ ও ২৬ ফেব্রুয়ারি
সন্ধে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে
পরের দিন সন্ধে ৭টা ২০ মিনিটে টুন্ডলা পৌঁছবে।
03022 টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল
৩ থেকে ১০ এবং ১৮,২২, ২৬ জানুয়ারি
এছাড়া ৭, ৯, ১৬, ২৩, ২৮ ফেব্রুয়ারি
টুন্ডলা থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছাড়বে
পরের দিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে
বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।
03023 হাওড়া–তুন্দলা কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ২০, ২২, ২৩ জানুয়ারি এবং
১৭, ১৮ ও ২৭ ফেব্রুয়ারি
রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে ট্রেন
পরের দিন রাত ২টো ৩০ মিনিটে টুন্ডলা পৌঁছবে।
03024 টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল
টুন্ডলা থেকে ২১, ২৩, ২৪ জানুয়ারি এবং
১৭, ১৮, ১৯ ও ২১ ফেব্রুয়ারি
বেলা ১১টা ২০ মিনিটে ছাড়বে।
পরের দিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে
ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।
03025 হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ২৮ ফেব্রুয়ারি
ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে
পরের দিন সকাল ৬টা ৩০ মিনিটে টুন্ডলা পৌঁছবে।
03026 টুন্ডলা–হাওড়া মহাকুম্ভ স্পেশাল
টুন্ডলা থেকে ১ মার্চ বেলা ১১টা ২০ মিনিটে ছাড়বে
পরের দিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে
ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।
03029 হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ২৩ জানুয়ারি এবং
৬ ও ২০ ফেব্রুয়ারি সন্ধে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে
পরের দিন রাত ৮টা ১৫ মিনিটে টুন্ডলা পৌঁছবে।
03030 টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল
টুন্ডলা থেকে ২৫ জানুয়ারি এবং
৮ ও ২২ ফেব্রুয়ারি রাত ৩টের সময় ছাড়বে
পরের দিন রাত ৩টে ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে
বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।
03031 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ১, ১৮, ১৯ জানুয়ারি
রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে
পরের দিন দুপুর ১টা ৫ মিনিটে ভিন্ড পৌঁছবে।
03032 ভিন্ড–হাওড়া কুম্ভমেলা স্পেশাল
ভিন্ড থেকে ২ ও ১৯ জানুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি
দুপুর ৩টে ৩০ মিনিটে ছাড়বে
পরের দিন দুপুর ৩টে ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে
ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।
03033 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল
হাওড়া থেকে ২৬ জানুয়ারি
রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে
ট্রেনটি পরের দিন দুপুর ১টা ৫ মিনিটে ভিন্ড পৌঁছবে।
03034 ভিন্ড –হাওড়া কুম্ভমেলা স্পেশাল
ভিন্ড থেকে ২৭ জানুয়ারি
দুপুর ৩টে ৩০ মিনিটে ছাড়বে
পরের দিন দুপুর ৩টে ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে
ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে দাঁড়াবে
সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও এসি কামরা থাকবে।
03409 মালদা টাউন–প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল
03021 হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল
03023 হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল
03025 হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল
03029 হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল
03031 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল
03033 হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল ট্রেনের
টিকিট বুকিং ১৬ ডিসেম্বর।