মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই পরীক্ষার আগে হল কিছু টিপস। শনিবার সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির তরফ থেকে বিষয়ভিত্তিক কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছিল। এই কাউন্সেলিং অংশগ্রহণ করতে পেরে খুশি ছাত্র-ছাত্রীরা।
নাজিয়া রহমান, সাংবাদিক: প্রতিবছরের মত এবারও মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির তরফ থেকে বিষয়ভিত্তিক কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছিল। ২০২৫ সালের ৪ জানুয়ারি উত্তরপাড়া গভঃ হাই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি বিদ্যালয় বিভিন্ন বিষয়ের ১০ জন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিকের সাতটি বিষয়ের উপর কাউন্সেলিং করেন। কাউন্সেলিং এর মাধ্যমে পরীক্ষার্থীদের বোঝানো হয় মাধ্যমিকের প্রতিটি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেওয়া হবে।পরীক্ষা হলে প্রশ্ন নির্বাচনের সময় পরীক্ষার্থীদের কি কি সর্তকতা গ্রহণ করতে হবে।
কোন ধরণের প্রশ্নের উত্তর আগে লিখতে হবে। প্রশ্নের ধরণ অনুযায়ী কোন প্রশ্নের উত্তর লেখার জন্য কতটা সময় ব্যয় করা উচিত।
পরীক্ষা হলের সামগ্রিক টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা হবে।প্রতিটি বিষয়ে বিভিন্ন ধরণের প্রশ্নের উত্তর কিভাবে লিখলে পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পাবে।পরীক্ষার খাতায় একই বিভাগের প্রশ্ন গুলি ঠিক কোন পদ্ধতি অনুসরণ করে লিখতে হবে।একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে এন্ড লাইন কেন টানতে হবে।ছবি আঁকার প্রশ্নে কি ধরনের সর্তকতা অবলম্বন করতে হবে।
পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতার সামগ্রিক উপস্থাপনা কেমন হবে, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষক-শিক্ষিকারা।
এই বিষয়ভিত্তিক কাউন্সেলিং-এর সূচনা করেন হিন্দু স্কুলের প্ৰাক্তন প্রধান শিক্ষক ডঃ প্রদীপ কুমার বসু। উপস্থিত ছিলেন উত্তরপাড়া গভঃ হাই স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার সামন্ত, হুগলী ব্রাঞ্চ গভঃ স্কুলের প্ৰাক্তন প্রধান শিক্ষক ডঃ অশোক কুমার সাঁতরা, উত্তরপাড়া-কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। বক্তারা সকলেই বলেন সামগ্রিক ভাবে পারিপার্শ্বিক পরিস্থিতি মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর যে প্রবল চাপ তৈরি করে তার থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের কাউন্সেলিং অত্যন্ত সময়োপযোগী। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, “যে পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতিই একমাত্র সংগঠন যারা ২০১৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়মিতভাবেই বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজনের কর্মসূচি গ্রহণ করে চলেছে। এর পাশাপাশি রাজ্যের যে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী চাইলে আজকের সমস্ত বিষয়ভিত্তিক কাউন্সেলিং-এর আলোচনার সারমর্ম তার কাছে পাঠানোর উদ্যোগও গ্রহণ করেছে সমিতি।” শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে এই ধরনের একটি অনুষ্ঠান এর আয়োজন করায় এবং পরীক্ষার আগে এই ধরনের একটি অনুষ্ঠানে গ্রহণ করতে পারায় খুশি ছাত্রছাত্রীরা।