টলিউডের বিখ্যাত তারকা রঞ্জিত মল্লিকের বাড়িতে একঝাঁক তারকা। রঞ্জিত মল্লিকের ড্রয়িং রুমে বসে আড্ডার মেজাজে প্রত্যেকে।সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘রঞ্জিতদার বাড়ির আড্ডা’।
নাজিয়া রহমান, সাংবাদিক: রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ ও জিৎ সহ একঝাঁক টলিতারকা একফ্রেমে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘রঞ্জিতদার বাড়ির আড্ডা’। আর এই ছবি দেখেই নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন ছুঁড়তে শুরু করেছেন, ‘কোয়েলের মেয়ের সঙ্গে দেখা হল?’ রঞ্জিত মল্লিকের সুবিশাল ড্রইং রুমে বসেছিল চাঁদের হাট। যেখানে ‘ইন্ডাস্ট্রি’র সঙ্গে কার্যত গোটা ইন্ডাস্ট্রিই উপস্থিত ছিল। সদ্য ফের মা হয়েছেন অভিনেত্রী কয়েল মল্লিক। ২০২৪ সালে ১৪ডিসেম্বর দ্বিতীয় সন্তান জন্মের সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
২০২৪ সালের দুর্গাপুজোর প্রথমার দিন কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’ আর দেখা গেল,দ্বিতীয়বারে একটি মেয়ে হয়েছে তাঁর। কবীর পেয়েছে, ফুটফুটে একটি বোন। মেয়ের জন্মের সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় একটি ডিজিটাল কার্ড শেয়ার করেছিলেন কোয়েল । সেখানে লেখাছিল ‘আমরা একটি কন্যা সন্তান পেয়েছি’। বড় বড় হরফে লেখা বেবি গার্ল। আর তারিখ দেওয়া ছিল ১৪.১২.২৪। তবেএখনও সন্তানের কোনো ছবি বা নাম জানাননি কয়েল বা নিসপাল দুজনের কেউই। তবে নাতনির জন্মের পর একঝাঁক তারকা একত্রিত হয়ে কোয়েলের বাপের বাড়িতেই বসেছিল আড্ডা। প্রসেনজিৎ এর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সুবিশাল ড্রইং রুম। সোফায় ডান দিকে সবার প্রথমে বসে আছেন রঞ্জিত মল্লিক নিজে। তাঁর পাশে প্রসেনজিৎ। বুম্বাদার গায়ে অফ হোয়াইট কালারের জ্যাকেট আর মাথায় টুপি। পাশে চিরঞ্জিৎ ও তাঁর পাশে বিপ্লব চট্টোপাধ্যায়। আর একদম বাঁ হাতে একটা ছোট্ট সোফাতে দেখা গেল জিৎকে। তাঁর পরনে গোলাপি রঙের জ্যাকেট। এর পিছনেই দাঁড়িয়ে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তীরা। সামনে টেবিলে নানা রকমের খাবার, চা-কফির কাপও দেখা গেল। সবার মুখেই একগাল হাসি। কিছু কিছু উৎসাহী নেটিজেনের বক্তব্য, হয়ত কোয়েলের সদ্যোজাত কন্যা সন্তানকে দেখতেই এই আড্ডা বসেছে! যদিও ছবিতে কোথাও কোয়েল বা নিসপালকে দেখা যাচ্ছে না।