ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: রাজ্য ফার্মেসি কাউন্সিলের ভোট ঘিরে ফের জটিলতা। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছয় সদস্য নির্বাচন সংক্রান্ত ভোটের বিজ্ঞপ্তি জারি করেন কাউন্সিলের রেজিস্ট্রার। ১৬ নভেম্বরের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে ভোট দান প্রক্রিয়া চলছে। আজ বৃহস্পতিবার সেই প্রক্রিয়া শেষ হবে। ৪ ফেব্রুয়ারি ফল ঘোষণার কথা। কিন্তু নির্বাচনকে ঘিরে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে খোদ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে। সেই অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের ফল ঘোষণায় নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট।
মামলাকারী ভোটে অংশগ্রহণকারী সীমান্ত ভট্টাচার্য নামে এক প্রার্থীর অভিযোগ, কাউন্সিলের রেজিস্ট্রার তথা রিটার্নিং অফিসার ভোটে অংশগ্রকারী বাকি প্রার্থীদের সুবিধা পাইয়ে দিচ্ছেন। এটা অনৈতিক। এরকমটা হলে বিষয়টি ভোটের নামে প্রহসনে পরিণত হবে। এর আগে হাইকোর্টের নির্দেশে এই নির্বাচনে স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিবকে অবজারভার নিয়োগ করা হয়। মামলাকারীর আইনজীবীর দাবি, গত ১৮ ডিসেম্বর তাঁর কাছেও অভিযোগ জানান হয়েছে। কিন্তু সেই অভিযোগের কোনও সুরাহা হয়নি। যদিও ভোট পর্ব চলাকালীন এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রিটার্নিং অফিসারের আইনজীবী।
উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানিয়েছেন, আদালতের নির্দেশে এই অবজারভার নিয়োগ হয়েছে। আপাতত তাঁর কাছে যে অভিযোগ জমা পড়েছে তার প্রেক্ষিতে সবপক্ষের বক্তব্য শুনে ওই অভিযোগের নিষ্পত্তি করতে হবে। ওই অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশ করা যাবে না।