২রা জানুয়ারি পার্ক ইনস্টিটিউশনের শতবর্ষপূর্তিতে জাঁকজমক আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা হাতে হাত মিলিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রায় ২০০ টির মত চারা গাছ রোপন করা হয়।
নাজিয়া রহমান, সাংবাদিক: আজ থেকে ১০০ বছর আগে পথ চলা শুরু পার্ক ইনস্টিটিউশনের। এই চলার পথ কখনোই মসৃণ ছিল না। কারণ স্বাধীনতা আন্দোলন একদিকে আর অন্যদিকে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দেশ ভাগের যন্ত্রণা, দাঙ্গা বিধ্বস্ত শহর, নকশাল আন্দোলন সহ বিভিন্ন বাধা পেরতে হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে। একাধিক শিক্ষাবিদ ও সাধারণ মানুষের নিরন্তর প্রচেষ্টার ফলে ১০০ ধরে নিজের অবস্থান অটুট রাখতে পেরেছে এই প্রতিষ্ঠান। ২০২৫ সালের ২ জানুয়ারি তাই পার্ক ইনস্টিটিউশনের কাছে একটা গর্বের দিন। কুলদা প্রসাদ লাহিড়ীর নেতৃত্বে যে পথ চলা শুরু হয়েছিল আজ সেই ব্যাটন হাত বদল হয়ে বর্তমান প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাঁজার হাতে। তার নেতৃত্বে সহকারী প্রধান শিক্ষক বাসব মুখোপাধ্যায় ও অন্যান্য শিক্ষক, ও কর্মচারীদের মধ্যে ছাত্র ও অভিভাবকদের একটা অটুট বন্ধন তৈরি করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের বক্তব্য, “ইতিহাসকে অস্বীকার করে বর্তমান বা ভবিষ্যতের পথ সুগম হয় না। তাই এই বিদ্যালয়ের যাদের হাত ধরে পথচলা শুরু হয়েছিল তাদের কেউ আমাদের মধ্যে নেই তবুও তাদের পথেই আজও বিদ্যালয় এগিয়ে চলেছে। শুধু শিক্ষা বিভাগে নয়। এই বিদ্যালয়ের সাংস্কৃতিক ক্রিয়া ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ।” উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলেও, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ চারা গাছ রোপণ। প্রায় ২০০ চারা রোপণ করা হয়।বর্তমান সময়ে দাঁড়িয়ে রক্ষা করা মূল দায়িত্ব আর সেই দায়িত্বের কথা স্মরণ করেই প্রায় ২০০ টির মত চারাগাছ রোপন করা হয়। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলিত সহযোগে ১০০বছর পূর্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়।