মৌসুমি সাহা, নিজস্ব প্রতিনিধিঃ ট্রেলার লঞ্চ হয়ে গেল সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর পরিচালিত “স্কাই ফোর্স “-এর। ভারতীয় বিমান বাহিনীর অফিসারের গল্প অনুসরণ করে তৈরি এই সিনেমাটি। অক্ষয় কুমার অভিনয় করেছেন নাম ভুমিকায়, এই ফিল্মে প্রথমবার আত্মপ্রকাশ করেছেন বীর পাহাড়িয়া। অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে সারা আলি খান, রয়েছেন নিমরত কউরও। ছবিটির প্রযোজনা করেছেন দীনেশ ভিজান ,জ্য়োতি দেশপান্ডে এবং অমর কৌশিক । ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহু প্রতিক্ষিত এই সিনেমাটি।
“স্কাই ফোর্স “কেবলমাত্র একটি ফিল্ম নয় সশস্ত্র বাহিনীর সাহসিকতা,দেশপ্রম, এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি বলা যেতে পারে। অক্ষয় কুমারকে এই ফিল্মে ভারতীয় বিমান বাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে। বীর পাহাড়িয়াকে দেখা যাবে তরুণ অফিসারের ভূমিকায় । সৈনিকদের জীবনের মুলমন্ত্র এক অজানা সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই ফিল্মে। দর্শকের মনে অনায়াসেই জায়গা করে নিতে পারবে এই ফিল্ম, মনে করছেন ছবির কলাকুশলীরা। এক্স হ্যান্ডেলে পোষ্ট করে অক্ষয় কুমার জানান, সিনেমাটি পাকিস্তানে ভারতের প্রথম এবং সবথেকে মারাত্মক বিমান হামলার কাহিনী। বেশ কয়েকজন ভারতীয় সেনার নিহত হওয়ার পর প্রতিশোধ নেবার মিশনই এই ফিল্মের মূল আকর্ষণ।
২০২৪ সালে অক্ষয় কুমারের কোনও ছবি সিনেমায় বক্স অফিসে তেমন সাফল্য পায়নি । তাই অপেক্ষায় ছিলেন নতুন বছরের, তবে বিফল হলেও আশাবাদী অভিনেতা।“স্কাই ফোর্স” সেই তুরুপের তাস নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমে তৈরী এই সিনেমা নিয়ে আশাবাদী তিনি। অনেকেই স্কাই ফোর্সের দিকে ইশারা করে অভিনেতাকে এ ধরনের ছবি বানানো বন্ধ করতে বলেছিলেন , তবে অভিনেতা তাতে কর্ণপাত করেননি ,কারণ তিনি মনে করেন এই ফিল্মটি তার জীবনে অন্যতম সেরা ছবি হতে চলেছে ।
“স্কাই ফোর্স” সিনেমাটির ঝলক থেকে বোঝা যায় শত্রু দেশের হাতে শহিদ হওয়া সেনাদের হত্যার বদলা নিতেই মরিয়া বিমান বাহিনীর অফিসার অক্ষয় কুমার। সিনেমাটিতে রয়েছে মারকাটারী সংলাপও। ২৪ শে জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে “স্কাই ফোর্স” সিনেমাটি । অনান্য সিনেমার ভিড়ে কতটা দর্শক টানতে পারে স্কাইফোর্স এখন সেটাই দেখার।