সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ছত্তীসগড়ের বস্তার ডিভিশনে আবারও শুরু হয়েছে মাওবাদী নিকেশ অভিযান। চলছে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই। বিজাপুর এবং সুকমা জেলার সীমান্তের জঙ্গল এলাকা ঘিরে ফেলেছে যৌথবাহিনী। ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, ছত্তীসগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় আধাসেনা সিআরপিএফের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মাওবাদী দমন “কোবরা” বাহিনীর কমান্ডরা রয়েছেন এই যৌথবাহিনীতে। যৌথ বাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে ইতিমধ্যেই খতম হয়েছে ৩ মাওবাদী।
বিজাপুর জেলার অম্বেলি গ্রামের কাছে বেদ্রে-কুতরু রোডে গত সোমবার নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেয় নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। হামলায় নিহত হন নিরাপত্তা বাহিনীর ৮ জওয়ানসহ গাড়ির চালক। এই ঘটনার পরেই কেন্দ্রীয় আধা সেনার বাহিনী ও পুলিশ মাইন ডিটেকটরের মাধ্যমে বস্তার জঙ্গলে তল্লাশি করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে গুলির লড়াইয়ে নিহত ৩ মাওবাদী। গত বুধবার সুকমার গ্রাম বেলপোচার কাছে কোন্টা-গোলাপল্লি সড়কের নিচ থেকে ১০ কিলোগ্রাম বিস্ফোরকসহ আইইডি উদ্ধার করা হয়। ২০২৫- এর গত ৩রা জানুয়ারি থেকে ছত্তীসগড়ের গোটা বস্তার ডিভিশনে চলছে নতুন করে মাওবাদী নিকেশ অভিযা। বিজাপুর ও সুকমা ছাড়াও নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদ্দলপুর, কাঁকের এবং কোন্ডাগাঁও জেলার পাহাড়-জঙ্গলে জুড়ে চলছে তল্লাশি অভিযান।