রাজ্যে জঙ্গি খুঁজে পাওয়ার ঘটনায় একদিকে যখন রাজ্যের শাসকদলের দিকে আঙ্গুল তুলছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, তখন অনুপ্রবেশ নিয়ে সরাসরি কেন্দ্র সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে বিএসএফের ব্যর্থতার জন্যই রাজ্যে (জঙ্গি) অনুপ্রবেশ ঘটছে। তবে অনুপ্রবেশ নিয়ে জেলাশাসক বা পুলিশ সুপারদেরও তীব্র ভর্ৎসনা করেন তিনি।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বৃহস্পতিবার দুপুরে নবান্ন সভাঘরের এক বৈঠক থেকে অনুপ্রবেশ নিয়ে সরাসরি কেন্দ্রের দিকে আঙ্গুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ্ফোরক অভিযোগ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “অনুপ্রবেশ তৃণমূল কংগ্রেস করছে না। সীমান্ত কন্ট্রোল করে বিএসএফ। বিএসএফের অন্যায় কাজকে সাপোর্ট করে তৃণমূল কংগ্রেস কে দায়ী করবেন না।” তিনি যোগ করেন, “তৃণমূল কংগ্রেস সীমান্ত পাহারা দেয় না। সীমান্ত পাহারা দেয় বিএসএফ।” বিএসএফ রাজ্যে লোক ঢুকিয়ে দিচ্ছে আর তারা রাজ্যে ঢুকে অশান্তি পাকাচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে গুণ্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে এসে খুন করে চলে যাচ্ছে, এমন লোক পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরের কাজ। এরমধ্যে কেন্দ্র সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। না হলে এটা হতো না।” এই বিষয় নিয়ে কেন্দ্রকে ফের একবার কড়া চিঠি লিখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে শুধু বিএসএফ বা কেন্দ্র সরকারকে দায়ী করাই নয়, অনুপ্রবেশ নিয়ে জেলা প্রশাসনকেও কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বিএসএফ তো না হয় ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু ঢোকার পর তারা কোথায় যাচ্ছে, কোথায় থাকছে সেটা কি পুলিশ খবর রাখছে ! আইবি (Intelligence Bureau) কি করছে?” মুখ্যমন্ত্রী মুখ্যসচিব মনোজ পন্থের কাছে জানতে চান তাঁর কাছে কোনো জেলাশাসক এই বিষয়ে কোনো রিপোর্ট করেছে কি না। মুখ্যসচিব জানান তিনি এমন কোনো তথ্য কোনো জেলা থেকে পান নি। তখনই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “তারমানে ডিএম এসপিরা তাঁদের দায়িত্ব পালন করেন নি।” মুখ্যমন্ত্রী জানান রাজীব কুমারের (ডিজি) কাছ থেকে তিনি কিছু কিছু তথ্য পেয়েছেন।