দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাকে ঘিরে কড়া নির্দেশিকা সিবিএসই বোর্ডের। মোবাইল ফোন নিয়ে কড়া পদক্ষেপ বোর্ড কর্তৃপক্ষের। পরীক্ষা হলে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র (মূলত মোবাইল ফোন) নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে। এমনকি পরের বছরও সেই পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে না।
নাজিয়া রহমান, সাংবাদিক: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ এবং পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ, ২০২৫ তারিখে। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষাও ১৫ ফেব্রুয়ারিই শুরু হবে, তবে শেষ হবে ৪ এপ্রিল। দেশ ও বিদেশ মিলিয়ে এ বছর পরীক্ষায় বসতে চলেছে ৪৪ লক্ষ ছাত্রছাত্রী । পরীক্ষায় কারচুপি রুখতে ও স্বছতা বজায় রাখতে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরীক্ষার হলে কোনও পরীক্ষার্থী যদি বৈদ্যুতিন যন্ত্র বিশেষ করে মোবাইল ফোন নিয়ে ধরা পড়ে তাহলে সেই পরীক্ষার্থীর ওই বছরের গোটা পরীক্ষাই বাতিল করা হবে। শুধু ওই বছর নয়, পরের বছরেও বোর্ডের পরীক্ষাতেও সংশ্লিষ্ট ওই পরীক্ষার্থী বসতে পারবে না। অর্থাৎ তার দু’বছর নষ্ট হবে। পাশাপাশি যদি কোন পড়ুয়া পরীক্ষা নিয়ে গুজব ছড়ায়, অভিযুক্তর দোষ প্রমানিত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সিবিএসই বোর্ড সে নিয়েও নির্দেশিকায় কড়া হুঁশিয়ারি দিয়েছে । সিবিএসই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলিকে পরীক্ষার এ সব নিয়মকানুন পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং পরীক্ষকদেরও ভাল ভাবে বুঝিয়ে দিতে হবে নির্দেশিকায় সেকথা স্পষ্ট করে বলা হয়েছে। পড়ুয়ারা যাতে কোনও ভাবে পরীক্ষার হলে মোবাইল নিয়ে না যায়, সে কথা তাঁদের বার বার মনে করানোর কথাও বলেছে বোর্ড। পাশাপাশি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বোর্ডের তরফে জানানো হয়েছে, যে সব ঘরে পরীক্ষা চলবে, সেখানে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে ওই সিসিটিভি ফুটেজের উপর নজরদারি চালাবেন সহকারী সুপারিনটেন্ডেন্ট। বোর্ডের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন সিবিএসই বোর্ডের অধীনে থাকা স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক’ বলেই মত তাঁদের ।