রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ফের একবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। আগামি ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ২০২০ সালে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনার ফসল হিসাবে রাজ্যে শুরু হয়েছিলো ‘দুয়ারে সরকার’ নামে এক প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্যই ছিলো সমাজের প্রতিটি মানুষের কাছে সরকারের সবকটি প্রকল্প সরাসরি পৌঁছে দেওয়া। মুখ্যমন্ত্রীর মতে, অনেক সময় গ্রামের মানুষ সরকারের নির্দিষ্ট কোনো প্রকল্পের বিষয়ে সঠিক কোনো ধারনাই পায় না। তারা জানতেও পারে না সরকার তাদের সুবিধার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে বা কোন কোন প্রকল্পের মাধ্যমে তারা কি কি সুবিধা পেতে পারে। তাই সরকারকেই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ২০২০ সালে শুরু হয় ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এর মাধ্যমে মূলতঃ রাজ্যের গ্রামাঞ্চল সহ প্রত্যন্ত অঞ্চলে সরকারি ক্যাম্প করে সেখানে স্থানীয় মানুষকে সরকারি প্রকল্পের বিষয়ে অবহিত করার পাশাপাশি তাদের কাছ থেকে তাদের প্রয়োজন অনুযায়ী প্রকল্পের আবেদন গ্রহণ করা এবং অনুমোদিত আবেদন অনুযায়ী পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করা হয়। সরকারি হিসাব মতো ২০২০ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত রাজ্য মোট আট বার এই ধরনের ক্যাম্প করা হয়েছে। সব মিলিয়ে মোট ৬ কোটি ৬৮ লক্ষ ক্যাম্পে ৮ কোটি ৮২ লক্ষ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই ক্যাম্পের নবম এডিশন বা নবম সংস্করণ শুরু হচ্ছে আগামি ২৪ জানুয়ারি। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রভৃতি সহ মোট ৩৭ ধরনের সরকারি প্রকল্পের সুবিধা লাভের জন্য আবেদন করা যাবে এই ক্যাম্পে। নমব সংস্করণের প্রথম পর্যায়ে ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। সেই আবেদন খতিয়ে দেখার পর যথার্থ উপভোক্তাকে কার্ডের সুবিধা পাইয়ে দেওয়ার কাজ হবে ক্যাম্পের দ্বিতীয় পর্বে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রসঙ্গত কিছুদিন আগে কলকাতায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থ কে জানান যে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন একেবারে প্রান্তিক এলাকায় থাকা অনেক মানুষ। তাদের এলাকায় সেইভাবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প না হওয়ার কারণে বা এই বিষয়ে তাদের কাছে সঠিক তথ্য না পৌঁছানোর কারণে তারা সরকারি পরিষেবা সব পান না। তাই সেই সব প্রান্তিক এলাকার মানুষের কথা ভেবে আরেকবার দুয়ারে সরকার ক্যাম্প করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী বছরের শুরুতেই ফের একবার ‘দুয়ারে সরকার’ ক্যাম্প শুরু করতে চলেছে নবান্ন। সূত্রের খবর, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই বছরের শেষের দিকে আরও একবার এই ধরনের ক্যাম্পের আয়োজন করতে পারে রাজ্য সরকার।