শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব (Kolkata International Children’s Film Festival) । এবার ১১তম বর্ষ এই উৎসবের। এবারের থিম ফ্যান্টাসি। ২২ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
নাজিয়া রহমান, সাংবাদিক: শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবার ১১তম বর্ষ এই উৎসবের।পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু-কিশোর আকাদেমি আয়োজিত শিশুদের জন্য ৭দিন ধরে চলবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছর ৩০টি দেশের মোট ১১৬টি সিনেমা দেখানো হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক শিশু সিনেমা উৎসব, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। ২১জানুয়ারি নন্দনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। মন্ত্রী ইন্দ্রনীল সেনের বক্তব্য যে, সবকিছুতে ভোট খোঁজা হয়। ভোট খুঁজবেনা। সবকিছু ভোটের জন্য নয়। কারণ যাদের জন্য এই আয়োজন তারা সকলেই ১৮ বছরের নীচে।খুদেদের ভালোলাগাকে মাথায় রেখেই থিমবাছা হয়েছে।এবারের থিম ফ্যান্টাসি। একনজরে দেখে নেওয়া যাক কোন বিভাগে কতগুলো সিনেমা দেখানে হবে।
বাংলা সিনেমা
প্রফেসর শঙ্কু, গুপ্তধনের সন্ধানে, মিশর রহস্য, অ্যাডভেঞ্চারস অফ জোজো, দাবাড়ু , সাগরদ্বীপে যকের ধন সহ মোট ১২টি বাংলা সিনেমা দেখানো হবে।
ফ্যান্টাসি সিনেমা
হ্যারি পটার, নার্নিয়া, হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন, দ্যা লায়ন কিং সহ মোট ২২টি সিনেমা দেখানো হবে।
ওয়ার্ল্ড সিনেমা
আমেরিকা, চীন, ইরান,জাপান, জার্মানি, রাশিয়া সহ ৩০টি দেশের ৭৫ টি সিনেমা দেখানো হবে।
পরিবেশ সংক্রান্ত
মোয়ানা ২, লাসি কাম হোম, বাম্বি, ফ্রি উইলি, রিও 2 সহ বেশ কিছু প্রাকৃতিক বিষয়ের সিনেমা দেখানো হবে।
এছাড়াও এবারের কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ২২টির মত ডকুমেন্টারি ও শটস ও মোবাইল সিনেমা প্রতিযোগিতা হবে। এবার উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে এলহাম। কলকাতার মোট আটটি ভেন্যুতে এই সিনেমা দেখতে পাবেন খুদে দর্শকেরা। সিনেমা উৎসবের সমাপ্তির দিন দেখানো হবে ‘প্রভাস’।