সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- চলছে কুম্ভমেলা। মহাকুম্ভে গিয়ে নৌকায় করে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন পুণ্যার্থীদের একটি দল। হঠাৎই নৌকাটি উল্টে যায়। মাঝ নদীতে পড়ে যায় পুণ্যার্থীরা। বাঁচার জন্য আর্তনাদ করতে থাকেন তাঁরা। জলপথে জাতীয় বিপর্যয় বাহিনী (এনডিআরএফ)-এর টহলদারি থাকায় তৎক্ষণাত তারা ঘটনাস্থলে চলে আসে। বিপদজনক পরিস্থিতি দেখে তাঁরা ঝাঁপিয়ে পড়েন জলে। উদ্ধার করা হয় পুণ্যার্থীদের।
ঘটনাটি ঘটেছে কিলাঘাটের কাছে। কিলাঘাট থেকেই ১০ জন পর্যটকের একটি দল স্নান করতে যাচ্ছিলেন ত্রিবেণী সঙ্গমে। যাওয়ার সময় আচমকাই নৌকাটি ডুবতে শুরু করে। এরপরই যাত্রীদের নিয়ে উল্টে যায় নৌকাটি। কুম্ভমেলায় গিয়ে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় যাত্রীরা। সব যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকায় থাকা ১০ জন যাত্রীর মধ্যে ৮ জন বিহারের এবং ২ জন ইন্দোরের বলে দাবি এনডিআরএফের ডিআইজি মনোজ কুমার শর্মার। এই ঘটনার আগে কুম্ভমেলা যাওয়ার পথে দাঁড় করানো ২ টি গাড়িতে আচমকা আগুন লেগে যায়। যদিও সেই আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে খবর। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। দিন কয়েক আগে, গত ১৯শে জানুয়ারি কুম্ভমেলায় ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ৫০টিরও বেশি ছাউনি ভস্মীভূত হয়ে যায়। তবে সেই ঘটনাতেও কারও হতাহতের খবর নেই।