অগাস্টে আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা
৫ মাস পর আবারও ছাত্র আন্দোলন
তবে কি এবার ইউনুসের বিদায়ঘণ্টা বাজল ?
মাম্পী রায়, নিজস্ব প্রতিনিধি: ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ক্ষমতার হাত বদলের পর দায়িত্ব নিলেন মহম্মদ ইউনুস। ৫মাস কাটতে না কাটতে ফের ছাত্র আন্দোলন বাংলাদেশে। এবার ছাত্র সংঘর্ষে উত্তাল হল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার রাতভর পরিস্থিতি উত্তপ্ত থাকায় সোমবার বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা সাতটি কলেজের ক্লাস, পরীক্ষা সমস্তটাই স্থগিত করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা সাতটি কলেজের ভর্তি প্রক্রিয়া, আসন সংখ্যা সংক্রান্ত সমস্যার কথা জানাতে যায় পড়ুয়াদের একটি দল। সহ-উপাচার্যের কাছে নালিশ জানাতে গিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকে অশান্তির সূত্রপাত। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের কথা না শুনে সহ-উপাচার্য নিজের ঘর থেকে বের করে দেন পড়ুয়াদের। জানান যে তিনি সাত কলেজের ব্যাপারে কিছু জানেন না, কোনও পদক্ষেপ করতেও পারবেন না। এতে ক্ষোভ উগরে দেন পড়ুয়ারা। প্রকাশ্যে সহ-উপাচার্যকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন ছাত্ররা। তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। রবিবার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত সরকারি কলেজের পড়ুয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের বহু ছাত্র আহত হয়েছেন। গোলমাল থামাতে স্টান গ্রেনেড ছুড়তে হয় পুলিশকে। হামলায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সোমবার সরব হয়েছেন কলেজগুলির পড়ুয়ারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছেন তাঁরা। দাবি পূরণে তাঁরা ৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কলেজ পড়ুয়ারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আওতায় থাকা সরকারি সাতটি কলেজের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভিন্ন এলাকায় ছাত্র আন্দোলন এবং স্লোগানের ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ইউনুস তুই স্বৈরাচার, এই মুহুর্তে গদি ছাড়-এর মতো স্লোগান তুলছেন আন্দোলনকারী ছাত্ররা।
চরম অশান্তির আবহে পরিস্থিতি সামাল দিতে মাতব্বরি করতে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে চড় থাপ্পর , কিল ঘুষি খেয়ে দৌড়ে পালালেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাতকে ঘিরে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়। হাসনাতকে দেখে ছাত্ররা স্লোগান তোলেন আর ডাকলে রাজুতে, জুতা মারবো মুখেতে।
কলেজ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন মনে করিয়ে দিচ্ছে ৫মাস আগের ছাত্র আন্দোলনের কথা। যার জেরে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এবার ইউনুসের বিরুদ্ধেও স্লোগান তুলছেন ছাত্ররা। তবে কি এবার ইউনুসের বিদায়ঘণ্টা বাজল, এবার কি হাসিনার মতোই গদি ছাড়তে হবে ইউনুসকেও ?