উচ্চ মাধ্যমিকের মার্কশিটে নকল রুখতে বিশেষ উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। কিউ আর কোডের পর এবার উচ্চমাধ্যমিকের মার্কশিটে থাকবে ইউ ভি সিকিউরিটি থ্রেট। ইউ ভি সিকিউরিটি থ্রেট কোড ব্যবহারের ফলে মার্কশিট কোনওভাবেই জাল করা যাবে না বলে বক্তব্য সংসদের।
নাজিয়া রহমান, সাংবাদিক: কিউ আর কোডের পর এবার উচ্চ মাধ্যমিকের শংসাপত্রে থাকবে ইউভি সিকিউরিটি থ্রেট কোড। জাল মার্কশিট রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল শিক্ষা সংসদ। এতদিন এই কোড শুধু ভারতীয় মূদ্রায় ব্যবহার করা হত। এবার তা মার্কশিটে ব্যবহৃত হতে চলেছে। এত দিন পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার হত একমাত্র ভারতীয় মুদ্রায়। জাল নোট ধরতে তা ব্যবহৃত হয়। এ বার একই কোড থাকবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে। যদিও গত বছর থেকেই মার্কশিটে কিউআর কোড থাকছে। এবার থেকে শুধু কিউ আর কোডই নয় এর সঙ্গে যুক্ত হল আরও একটি নতুন প্রযুক্তি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘ এবার উচ্চ মাধ্যমিকের মার্কশিটে সঙ্গে থাকছে ইউভি সিকিউরিটি থ্রেট। টাকা জাল যেন কেউ না করতে পারে সে জন্য এই ইউভি সিকিউরিটি থ্রেট কোড প্রযুক্তি ব্যবহার করা হয়। টাকা জাল বন্ধ করার প্রযু্ক্তি এবার উচ্চ মাধ্যমিকের মার্কশিটেও ব্যবহার করা হচ্ছে।’’ এবার আর কোন ভাবেই মার্কশিট নকল করা যাবে না বলে মত সংসদের। যদি কোনও শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের মার্কশিট নকল করে তাহলে তা এই প্রযুক্তির সাহায্যে সহজেই ধরা পড়ে যাবে। চিরঞ্জীব আরও জানান, “গত বছর উচ্চ মাধ্যমিকের মার্কশিটে কিউ আর কোড ব্যবহার করা সত্ত্বেও এক পরীক্ষার্থী মার্কশিট জাল করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে তার নকল মার্কশিট কিউ আর কোডের জন্য ধরা পড়ে। এবার কিউ আর কোডের সঙ্গে যে ইউ ভি সিকিউরিটি থ্রেট কোড ব্যবহার করা হচ্ছে তাতে ওই মার্কশিট কোনওভাবেই জাল করা যাবে না। মার্কশিটের ফটো তুললেই বোঝা যাবে আসলের থেকে কোথায় পার্থক্য রয়েছে। পাশাপাশি এবারের মার্কশিট অন্যবারের থেকে কিছুটা আলাদা হবে। মার্কশিটে থাকা কিউ আর কোডে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর বাদেও তার স্কুলের নাম সহ আরও আরও কিছু তথ্য থাকবে। তাই কেউ মার্কশিট নকল করতে গেলে সহজেই সংশ্লিষ্ট পরীক্ষার্থী ধরা পড়ে যাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে সংসদ যতটা সচেতন ততটাই সচেতন মার্কশিট নিয়ে। সংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকমহলের একাংশ। সংসদের এই উদ্যোগ ভালো বলে মত তাঁদের।