শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি, তাই পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরিত করা হলো আইসিসিইউতে। ফুসফুস, কিডনিতে যেমন সমস্যা ধরা পড়েছে তার এর পাশাপাশি সোডিয়াম পটাশিয়ামের লেভেল নিয়েও চিন্তিত চিকিৎসকরা।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাকে রাখা হয়েছিল এমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে। এবার সেখান থেকে কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।
এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বেশ অনেকটাই কমে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের তাই তাকে রক্ত দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের একটি বৈঠক হয় এবং সেখানেই পার্থকে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালে বিকেলে পার্থকে স্থানান্তরিত করা হয়েছে।
চিকিৎসক সূত্রে খবর কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের সমস্যাও আছে তার। বেশ খানিকটা বেড়ে গিয়েছে ক্রিয়েটিনিনের মাত্রা এর পাশাপাশি পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণেও সমস্যা হচ্ছে। শুক্রবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তার।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে জেলের চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর।
২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা ও বহুমূল্যের গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় অর্পিতাকে। আর তারপরই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়।