সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আগামী ২৮শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। শহর ও শহরতলি থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বই মেলার দিনগুলিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অর্থাৎ গ্রিন লাইন-১-এ বাড়তি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
আগামী মঙ্গলবার থেকে ৯ তারিখ পর্যন্ত প্রতিদিনই বাড়তি মেট্রো চালানো হবে। এমনকী ২৮শে জানুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারির মধ্যে যে ২টি রবিবার পড়বে সেই রবিবারগুলোতেও মিলবে স্পেশাল পরিষেবা। অন্যান্য সময়ে রবিবার ওই অংশে মেট্রো পরিষেবা থাকে না। বইমেলার জন্য ২টি রবিবার দুপুর থেকে ওই অংশে মেট্রো চালু হবে। চলবে রাত পর্যন্ত। মেট্রো যেমন বাড়তি দিনে চালানো হচ্ছে, তেমনই বেশি সংখ্যক মেট্রোও চালানো হচ্ছে। কারণ বইমেলা যাওয়ার পথ সুমসৃণ করতেই এই সিদ্ধান্ত। বছরের অন্য সময়ে সোম থেকে শনিবার, আপ ও ডাউন লাইন মিলিয়ে ১০৬টি রেক চলে। যা এই কয়েকদিন চলবে ১২২টি। বাড়তি ১৬টি রেক চলবে। ৮টি আপ ও ৮টি ডাউনে। এই লাইনে সাধারণত বিকেল ৪টে ৪০মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫৫মিনিট পর্যন্ত, প্রতি ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চলে। বইমেলার দিনগুলিতে দুপুর ২টো ৫মিনিট থেকে রাত ৯টা ১৫মিনিট পর্যন্ত, প্রতি ১২ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রথম মেট্রোর সময়সূচী:-
১)শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৬টা ৫৫মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
২)সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: সকাল ৭টা ৫মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
সোমবার থেকে শনিবার পর্যন্ত শেষ মেট্রোর সময়সূচী :-
১)শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯টা ৩৫মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
২)সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯টা ৪০মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
বইমেলার ২টি রবিবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের মেট্রো পরিষেবা নিম্নরূপ।
রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি এবং ৯ই ফেব্রুয়ারি ইস্ট-ওয়েস্ট করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ৭৪টি মেট্রো রেক চালানো হবে। ৩৭টি মেট্রো চলবে আপ লাইনে এবং ৩৭টি চলবে মেট্রোর ডাউন লাইনে। প্রতি ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে এই ২ রবিবার। ২ ও ৯ তারিখ দুপুর ২টো ৫মিনিট থেকে রাত ৯টা ১৫মিনিট পর্যন্ত চলবে মেট্রো।
২ ও ৯ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার প্রথম মেট্রোর সময়সূচী:-
১)শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: দুপুর ২টো ১৫মিনিট থেকে চলবে মেট্রো।
২)সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: দুপুর ২টো ২৫মিনিট থেকে চলবে মেট্রো।
২ ও ৯ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার শেষ মেট্রোর সময়সূচী:-
১)শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯টা ৩৫মিনিট পর্যন্ত চলবে মেট্রো।
২)সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯টা ৪০মিনিট পর্যন্ত মেট্রো চলবে।