আর জি কর কান্ডের পর দূর্গাপুজোর কিছু আগে মুখ্যমন্ত্রী একদিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন ‘উৎসবে ফিরুন’। তাঁর সেই বক্তব্যের পর সমাজের বিভিন্ন জায়গা থেকে অনেকেই বলেছিলেন উৎসবে ফিরবো না। বিশেষ করে যারা আর জি কান্ড নিয়ে আন্দোলনে নেমেছিলেন তাদের বক্তব্য ছিলো ‘অভয়া’ যতদিন না বিচার পাচ্ছে ততদিন উৎসবে থাকবেন না তারা। এই নিয়ে জলঘোলা হয়েছিলো ভালোই। তার রেশ যে এখনও রয়েছে তা বোঝা যায় বাংলা সংগীত মেলার সাংবাদিক সম্মেলনে এসেও তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন এর উৎসব সংক্রান্ত মন্তব্যে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বুধবার রবীন্দ্র সদনে বাংলা সংগীত মেলার কার্টেন রেজার ও সাংবাদিক সম্মেলন ছিলো। সেই অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সরাসরি কটাক্ষ ছুঁড়ে দিলেন যারা উৎসব বয়কটের কথা বলেছিলেন, তাদের দিকে। এদিন মন্ত্রী বলেন, “কিছু মানুষ বলেছিলেন বাংলায় এবার উৎসব হবে না। বাংলার মানুষ সারা বছর উৎসবে থাকতে চায়। তার প্রমাণ এবছর আমরা আরও বেশি চাক্ষুষ করতে পেরেছি।” তিনি যোগ করেন, “কয়েকটা ফেসবুক পোষ্টের মাধ্যমে বাংলার মানুষকে বিচলিত করা যাবে না। এসব করে বাংলার মানুষকে উৎসব থেকে ফিরিয়ে রাখা যাবে না।” দুর্গাপুজোর তথ্য দিয়ে ইন্দ্রনীল সেন বলেন, “এবার সরকারি অনুদান নেবো না বলা ক্লাবের সংখ্যা ছিলো মাত্র ১০০ টি, যেখানে এবছরই নতুন করে অনুদান নিয়েছে প্রায় ৫ হাজারটি ক্লাব।” পাশাপাশি দুর্গাপুজো কে কেন্দ্র করে যে ব্যবসা হয় সেই ব্যবসাও অন্যান্য বারের তুলনায় প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করে মন্ত্রী বোঝাতে চাইলেন যে যারা উৎসব বয়কটের কথা বলেছিলেন, বাংলার মানুষ তাদের মুখের উপরেই জবাব দিয়ে দিয়েছেন।
এবারের সংগীত মেলা ২ তারিখ থেকে শুরু হয়ে চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। আটদিন ধরে চলা এই মেলায় কলকাতার এগারোটি মঞ্চে প্রায় পাঁচ হাজার শিল্পী অংশ নেবেন। এই মেলা ছাড়াও আগামি ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত রবীন্দ্র সদন সংলগ্ন একতারা মুক্ত মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হবে বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন।