কেন্দ্র সরকার যতই তাদের স্কিম রাজ্যে চালুর উপর জোর দিক, রাজ্য কৃষি দফতর মনে করে মুখ্যমন্ত্রীর কৃষক বন্ধু স্কিম অনেক বেশি গ্রহণযোগ্য রাজ্যের কৃষকদের কাছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে বেশ জোরের সঙ্গেই এই বিষয়টি জানিয়ে দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- স্বাস্থ্য থেকে আবাস, আবাস থেকে গ্রামীণ রাস্তা, রাস্তা থেকে কৃষক। কেন্দ্রের একাধিক প্রকল্প আমাদের রাজ্যে কার্যকর নয়। বলা যেতে পারে হয় রাজ্য সরকার নিজ উদ্যোগে আগে থেকেই সেই সব প্রকল্প রাজ্যে চালু করছে অথবা কেন্দ্রের অর্থ না মেলার কারণে নিজস্ব কোষাগার থেকে সেই প্রকল্প চালিয়ে নিয়ে যাচ্ছে। যেমন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। কেন্দ্র সরকার এই প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে রাজ্যকে জানালেও আপাতত রাজ্য এই প্রকল্প চালু করছে না। রাজ্যের বক্তব্য কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুই ফ্ল্যাগ শিপ প্রোগ্রাম ইতিমধ্যেই চালু করেছে তা কৃষকদের কাছে অনেক বেশি লাভজনক।
শনিবার দেশের সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই বৈঠকেই যখন কেন্দ্রিয় কৃষিমন্ত্রী ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)’ কার্যকর করার বিষয়ে জোর দেন, তখন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী তথ্য দিয়ে জানান এই রাজ্যের কৃষকরা অনেক লাভজনক প্রকল্পে ইতিমধ্যেই রয়েছে। সূত্রের খবর, বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কৃষক বন্ধু ও কৃষক বিমা প্রকল্প চালু করেছেন। কৃষক বন্ধু প্রকল্পে একদিকে যেমন কেন্দ্রের তুলনায় অধিক টাকা কৃষকদের দেওয়া হয়, তেমনি কৃষক বিমার ক্ষেত্রে রাজ্যের কৃষকদের প্রিমিয়ামের জন্য কোনো টাকা দিতে হয় না। পুরো টাকাটাই দেওয়া হয় রাজ্যের কোষাগার থেকে। পাশাপাশি রাজ্যের কৃষি বাজেটের পরিমান উল্লেখ করে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “আমাদের রাজ্যের কৃষি বাজেট হলো ৯,৮০০ কোটি টাকা। সেখানে কেন্দ্র তার বিভিন্ন প্রকল্পে যে টাকা দেয় তার পরিমান রাজ্য বাজেটের ৫ শতাংশেরও কম।” তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)’ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাট সহ বিহার, তেলেঙ্গানা, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ বা পাঞ্জাব ও গ্রহণ করে নি। এই তথ্যও কেন্দ্রিয় কৃষিমন্ত্রীকে জানিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় শিবরাজ সিং চৌহান এর কাছে আবেদন করেন, কেন্দ্র সরকার যেন কৃষক বিরোধী কোনো নীতি প্রণয়ন না করে।