Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • উত্তর কলকাতার দায়িত্বে ৯ জনের কোর কমিটি তৃণমূলের। কলকাতা উত্তরের সভাপতি পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়।
  • বীরভূমে তুলে দেওয়া হল জেলা সভাপতি পদ। জেলার সার্বিক দায়িত্ব ন’জনের কোর কমিটিকে। ন’সদস্যের কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল।
  • তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে নতুন সভাপতি সুজিত কুমার রায়। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অপরিবর্তিত থাকছে।
  • দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সাংসদ পার্থ ভৌমিক।
  • বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন সাংসদ মমতাবালা ঠাকুর।
  • আরামবাগ সাংগঠনিক জেলায় চেয়ারপদে নিয়ে আসা হল সাংসদ মিতালী বাগকে।
  • বাঁকুড়া সাংগঠনিক জেলায় সভাপতি বদল। সরিয়ে দেওয়া হল সাংসদ অরূপ চক্রবর্তীকে। নতুন সভাপতি হলেন তারাশঙ্কর রায়।
  • মালদার চেয়ারম্যান করা হল বাবলা সরকারের স্ত্রী চৈতালি করকারকে।
  • উত্তর দিনাজপুরের চেয়ারম্যান হলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান।
  • রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া DA দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। চার সপ্তাহের মধ্যে ডিএ দেওয়ার নির্দেশ। অগস্ট মাসে মামলার পরবর্তী শুনানি।
  • পুলিশ সংযত থেকে অনুরোধ করেছে। ৭ ঘণ্টা ধরে পুলিশের অনুরোধ কেউ কানে তোলেননি। পুলিশ ধৈর্য এবং সংযম দেখিয়েছে : ADG দক্ষিণবঙ্গ।
  • চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
  • ১৮ মে পর্যন্ত ভারত-পাক সংঘর্ষ বিরতি জারি থাকবে। হটলাইনে দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত।
  • গত এক মাসের মধ্যে সবথেকে সস্তা হলো সোনা।
  • New Date  
  • New Time  
৪০ বছর পর সরানো হল বর্জ্য: ভয়ঙ্কর স্মৃতি ভোপালবাসীর

2
January 2025

৪০ বছর পর সরানো হল বর্জ্য: ভয়ঙ্কর স্মৃতি ভোপালবাসীর

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ১৯৮৪ সালের ২রা ও ৩রা ডিসেম্বরের সেই অভিশপ্ত রাত আজও ভুলতে পারেনি ভোপালবাসী। কীটনাশক তৈরির কারখানা ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানা থেকে অতি বিষাক্ত গ্যাস মিথাইল আইসোসায়ানেট লিক করে মৃত্যু হয়েছিল ৫৪৭৯ জনের। প্রায় ৪০ বছর পরিত্যাক্ত অবস্থায় রয়েছে ওই এলাকা। অবশেষে মুক্তি পেল ভোপালের ওই এলাকা। ৪০ বছর ধরে ওই এলাকায় জমে ছিল ৩৩৭ টন কেমিক্যাল বর্জ্য। যা সরিয়ে নিয়ে যাওয়া হল ভোপাল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে ইন্দোরের কাছে পিথমপুর নামের একটি জায়গায়। পিথমপুরে ওই বর্জ্য খুব তাড়াতাড়ি নষ্ট করে দেওয়া হবে।

ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। তবে ভোপাল থেকে বিপুল পরিমাণ এই বর্জ্য সরিয়ে নিয়ে যাওয়া সহজ ছিল না। ১২টি “লিক প্রুফ” এবং কোনওভাবেই আগুন ধরবে না এমন কন্টেনারে ভরে এই বর্জ্য নিয়ে যাওয়া হয়। প্রতি কন্টেনারে প্রায় ৩০ টন বর্জ্য রয়েছে। বর্জ্য সরানোর কাজ করে মোট ১০০ জন শ্রমিক। শ্রমিকদের সুরক্ষার জন্য ৩০ মিনিট করে শিফটে কাজ করানো হয়। ৩০ মিনিটের বেশি কেমিক্যাল মিশ্রিত ওই বর্জ্যর কাছে থাকা অত্যন্ত বিপদজনক। এই বর্জ্য সরানো ও তা বহন করে নিয়ে যাওয়ার জন্য প্রায় ২০০ মিটার রেডিয়াস এলাকা বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। গোটা প্রক্রিয়ার সুরক্ষা বজায় রাখার জন্য প্রায় ১ হাজার পুলিশ মোতায়েন করা হয়। ১২টি বর্জ্য ভর্তি কন্টেনার ২৫টি গাড়ির কনভয় নিয়ে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে পিথমপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সার্বিক সুরক্ষা, নিরাপত্তার দিক মাথায় রেখে এই টিমে ছিলেন ডাক্তার, নার্স, পুলিশ, দমকল কর্মী, কুইক রেসপন্স টিমের সদস্যরা।

এই বর্জ্যের কিছু ভাগ পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্জ্য পোড়ানোর সময় নির্গত ধোঁয়া নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের মধ্যে এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপভাবেই বর্জ্য পোড়ানো হবে বলে দাবি প্রশাসনের। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ১৯৮৪ সালে ঘটে যাওয়া সেই ঘটনায় মৃত্যমিছিল ছাড়াও চিরকালের মতো পঙ্গু হয়েছে কয়েক হাজার মানুষ। নানান রকম রোগে ভুগে মৃত্যুও হয়েছিল হাজার হাজার মানুষের। এমনকী দুর্ঘটনার পরবর্তী সময়ে দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকার নবজাতক শিশুদের মধ্যেও দেখা গেছিল গ্যাস দুর্ঘটনার প্রভাব। পরে পরিত্যক্ত ওই কারখানার বিষাক্ত বর্জ্য সরানো নিয়ে একাধিক জটিলতার সৃষ্টি হয়। অবশেষে আদালতের হস্তক্ষেপে এতো বছর পর বর্জ্য সরিয়ে নিয়ে যাওয়া হল ভোপাল থেকে।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital