সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আবারও রেল দুর্ঘটনা। এবারে দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফতেহপুর জেলা। ২টি মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হয় বেশ কয়েকটি ওয়াগন। ২ টি মালগাড়ির চালক এবং সহ-চালকদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিগন্যাল না পেয়ে উত্তরপ্রদেশের সুজাতপুর এবং রসুলাবাদের মধ্যে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। ওই লাইনেই চলে আসে আরও একটি মালগাড়ি। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয় অপর মালগাড়িটি। এরপরই ২টি মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়।
মঙ্গলবার উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার ডেডিকেটেড ফ্রেট করিডর বা (ডিএফসি)-তে ঘটনাটি ঘটে, অর্থাৎ ওই লাইন ধরে শুধু মালগাড়ি যাতায়াতেরই নিয়ম রয়েছে। ফলে যাত্রীবাহী ট্রেন চলাচলের উপর কোনও প্রভাব পড়েনি বলে দাবি রেলের। যদিও দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে চারদিকে ছড়িয়ে যাওয়ায় ক্ষনিকের জন্য পাশের ট্র্যাকের ট্রেন চলাচল বন্ধ থাকে। যদিও কয়েক ঘন্টাতেই তা স্বাভাবিক হয়। ভোর সাড়ে ৪টে নাগাদ এই দুর্ঘটনা কানপুর জেলা এবং ফতেহপুর জেলার মধ্যে পাম্ভীপুর এলাকায় হয়েছে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা দেওয়ায় দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওয়াগন শুধু নয়, ইঞ্জিনও লাইনচ্যুত হয় বলে জানা গেছে। সেগুলি সরিয়ে লাইন পরিস্কারের কাজ চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় রেলের শীর্ষ কর্তারা। ২টি মালগাড়ির আহত চালক এবং সহ-চালকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল। একের পর এক ট্রেন দুর্ঘটনায় বারংবার রেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। ফতেহপুরের এই দুর্ঘটনা আবারও রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল!