মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ ক্ষমা চেয়েও মিলছে না স্বস্তি। এবার ইউটিউবার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়ার বাড়িতে পৌঁছে গেল মুম্বই পুলিশ।
বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠতেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ক্ষমা চেয়েছেন রণবীর।
বিতর্কিত শোয়ের ক্লিপিং সোশ্যাল মিডিয়া থেকে ডিলিটও করেছেন রণবীর এলাহাবাদিয়া। কিন্তু তাতেও বিশেষ লাভ হল না। এবার সটান রণবীরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। কী এমন মন্তব্য করেছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর ?
ইউটিউব শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ অশ্লীল মন্তব্যের অভিযোগ উঠেছে রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে। যা নিয়ে চরমে উঠেছে বিতর্ক। বাবা-মার যৌনমিলনে সন্তানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে নিম্নরুচির প্রশ্ন করেন রণবীর। তা নিয়েই বিতর্কের সূত্রপাত। এবার সেই কারণেই তাঁর বাড়িতে পৌঁছে গেল মুম্বই পুলিশ! রণবীর এলাহাবাদিয়া এবং শোয়ের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বই পুলিশ। এফআইআর দায়ের করেছে অসম পুলিশও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়েছেন, বাকস্বাধীনতা সকলের রয়েছে, কিন্তু তাই বলে কেউ প্রকাশ্যে এই ধরণের মন্তব্য করতে পারেন না। ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে, সেই বিতর্কিত ভিডিয়ো। রণবীরের পাশাপাশি মুম্বই পুলিশ এফআইআর রুজু করেছে অপূর্ব মাখিজা, কমেডিয়ান সময় রায়না এবং শো-এর আয়োজকদের বিরুদ্ধে।
ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসেবে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। শো চলাকালীন তিনি বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন! রণবীর বলেন, “আপনাকে যদি দুটি অপশনের মধ্যে একটি বাছতে বলা হয়। আপনি কি আপনার বাবা মাকে আজীবন সহবাস করতে দেখবেন না কি আপনি তাতে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করবেন?”
রণবীরের প্রশ্ন শুনে হেসে ওঠেন রায়না সহ শো-এর অন্যান্য বিচারকেরা। বিতর্কিত এই মন্তব্যের জেরেই রণবীর ও শো-এর অন্যান্য বিচারকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মহারাষ্ট্র মহিলা কমিশনেও নালিশ জানানো হয়েছে। অভিযোগে ওই শো-এ ইচ্ছে করেই বিতর্ক তৈরি করার জন্য এমন মন্তব্য করা হয়েছে। যাতে তা থেকে আরও বেশি করে উপার্জন করা যায়। এর ফলে তরুণ প্রজন্মের উপর কী প্রভাব পড়তে পারে, মেয়েদের সম্মানের বিষয়ে ভাবেননি শোয়ের কর্মকর্তারা। তা নিয়েই জিজ্ঞাসাবাদের জন্যই মঙ্গলবার রণবীরের বাড়িতে পৌঁছে যায় মুম্বই পুলিশ। এই শো-তে রণবীর আলাহাবাদিয়া ছাড়াও ছিলেন আশিস চাঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্বা মুখিজা। বিতর্কের পর আশিস চাঞ্চলানির আইনজীবী অপূর্বও মুম্বইয়ের খার থানায় হাজির হন। যে স্টুডিওতে শোয়ের শুটিং রয়েছে, সেটি খার থানার আওতায় পড়ে। সেজন্য খার থানায় ছুটে যান আশিসের আইনজীবী। শুধুমাত্র দর্শকরাই নন, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন শিল্প সংগঠনও রণবীরের মন্তব্যের সমালোচনা করেছে। এই বিতর্ক কি ব্যাকফুটে ফেলতে পারে রণবীর এলাহাবাদিয়াকে, নাকি বিতর্কের জেরে আরও জনপ্রিয় হয়ে উঠবেন, সেই প্রশ্নের উত্তর দেবে সময়।