বড় দূর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রেহাই পেলেন স্বয়ং কলকাতার উপমহানগরিক অতীন ঘোষ। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়ীটি।
নাজিয়া রহমান, সাংবাদিক:সোমবার পুরনিগমের বাজেট অধিবেশনে যোগ দিতে বেলা ১১টা নাগাদ উত্তর কলকাতার ফরিয়াপুকুরের বাড়ি থেকে রওনা দেন ডেপুটি মেয়র অতীন ঘোষ । সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় কলকাতা পুরনিগমের দিকে গাড়ী করে আসছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।পুরসভা আসার পথে হঠাৎ দূর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ী। তালতলার কাছে তাঁর গাড়ীতে সজরে ধাক্কা মারে একটি সরকারি বাস।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তালতলার কাছে ক্রসিংয়ে বেলাগাম গতিতে আসছিল শিয়ালদা থেকে ধর্মতলাগামী একটি সরকারি বাস। সেই গাড়ীটি আচমকা ডেপুটি মেয়রের গাড়িতে ধাক্কা মারে ৷ তাতে অতীনের গাড়ির বাম অংশে বনেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভেঙেছে হেডলাইটও। তবে অল্পের জন্য রক্ষা পান গাড়ির বামদিকে বসে থাকা অতীন ঘোষ ৷ কোনও ক্ষতি হয়নি গাড়িতে বসে থাকা তাঁর চালক এবং দেহরক্ষীরও।
দুর্ঘটনা প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “ঘটনাস্থলের কাছেই বাসস্টপ আছে ৷ এটা ধরে নিয়েই আমার ড্রাইভার গাড়িটি ডানদিকে ঘোরাচ্ছিল । সেই সময় বাসটি এসে ধাক্কা মারে আমার গাড়িতে । যেহেতু আমায় বাজেট অধিবেশনে যোগ দিতে হবে তাই তাড়াহুড়ো ছিল ৷ তবে আমি নিজে থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করিনি । পুলিশ যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নেয় সেটা নিতে পারে ।” পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে আটক করা হয়েছে বাসটিকে। কিভাবে দূর্ঘটনাটি ঘটল ক্ষতিয়ে দেখছে পুলিশ।