মাঘ শেষে ফের শীতের আমেজ। আবহাওয়ার খামখেয়ালিতে ফের ফিরছে শীত। কলকাতায় কি মিলবে শীতের আমেজ। কি বলছে হাওয়া অফিস? জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
নাজিয়া রহমান, সাংবাদিক: আবহাওয়ার খামখেয়ালিতে মাঘের শেষে ফিরেছে শীতের আমেজ। ক্যালেন্ডার বলছে, শীত বিদায় নিয়ে বসন্তের আগমন আসন্ন। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস, মাঘ শেষে নাকি ক্ষণিকের জন্য হলেও ফিরবে শীত। সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। যা শীতপ্রেমীদের কাছে কিছুটা হলেও আনন্দের খবর। তবে এই শীতের আমেজ বেশি দিন স্থায়ী হবে না। রবিবার থেকে পারদ চড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং -এ হতে পারে তুষারপাতও। শীত শেষে শীতের আমেজের কারণ কি? কেন তাপমাত্রা ওঠানামা করছে। আবহবিদেরা জানাছেন,এই মুহূর্তে অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং জেড স্ট্রিম উইন্ড রয়েছে। এর প্রভাবে তাপমাত্রায় এত ওঠাপড়া বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কোথাও কোথাও বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার তারতম্য ঘটছে। শুক্রবার তাপমাত্রার পারদ একটু নিম্নমুখী হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে। কিন্তু কলকাতা ও সংলগ্ন এলাকায় আর শীত টের পাওয়া যাবে না। আগামী কয়েকদিন রাজ্যের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন কুয়াশা থাকলেও বেলায় আকাশ পরিষ্কার হয়ে যায়। আপাতত দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও। উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির যেমন পূর্বাভাস রয়েছে তেমনই উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা বছে। তবে তা বেশি দিন স্থায়ী হবে না। শনিবার থেকে পরিষ্কার আকাশ হতে শুরু করবে।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা কমতে পারে ২০০ থেকে ৫০ মিটার। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কমবেশি প্রায় সব জেলাতেই।