ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি? এই রকম জাল আধার, ভোটার রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশীর আছে। ওদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেয়, একটি পাসপোর্ট জাল মামলায় মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের।
আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে এই একই ঘটনা দেখা যাচ্ছে, জামিন মামলায় মন্তব্য দেবাংশু বসাকের।
বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তার স্ত্রী স্বপ্না শীলকে এক বছর আগে পুলিশ গ্রেফতার করে। তাদের জামিন মামলায় মন্তব্য বিচারপতির।
মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ইমিগ্রেশন দফতর থেকে কেউ উওর দেয়নি। ফলে নকল করে পাসপোর্ট করেছে কীভাবে প্রমাণি? ২০১০ এদেশে আসে ওই পরিবার। ফরেনার্স রেজিস্ট্রেশন আমেন্ডমেন্ট অ্যাক্ট 2019 sec 2 অনুযায়ী ২০১৪ আগে যারা এসেছেন তাদের এদেশের নাগরিক বলে গন্য করা হবে, এই আইন দেখানোর চেষ্টা করেন আইনজীবী। আদালত সন্তুষ্ট হয়নি। তাদের জামিন খারিজ করে দেয় আদালত।