ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মানস চক্রবর্তী। এবার নয়া রেজিস্ট্রার নিয়োগ না পর্যন্ত তাঁকে ফের ওই পদে ফিরিয়ে আনতে হাইকোর্টের দ্বারস্থ হল কাউন্সিল। গত ৩০ জানুয়ারি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা পুর্নবিবেচনার আর্জি জানিয়েছে কাউন্সিল।
২০১৯ সালের নভেম্বর মাসে অবসর হওয়ার পরও, সরকারের অনুমোদন ছাড়াই দীর্ঘ ছ’বছর মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে ছিলেন মানস চক্রবর্তী। বেঙ্গল মেডিক্যাল আইন অনুযায়ী যা অবৈধ। বিষয়টি জনস্বার্থ মামলা দায়ের হয়, সেখানে রাজ্যের তরফে জানানো হয়, রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগের নোটিস দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে ওই পদের প্রার্থীদের পরীক্ষা রয়েছে। শীঘ্রই নিয়োগ করা হবে। যদিও সেই যুক্তি গ্রহণ করেনি আদালত। ডিভিশন বেঞ্চ নির্দেশে স্পষ্ট জানিয়ে দেয়, মানস চক্রবর্তীকে স্বেচ্ছায় ওই পদ ছেড়ে দিতে হবে, না হলে আদালত তাঁকে সরিয়ে দেবে। সেই নির্দেশ মেনে আজ নির্ধারিত সময়ের আগে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন মানস চক্রবর্তী।কিন্তু কাউন্সিলের নয়া দাবি, রেজিস্ট্রারের অভাবে কাউন্সিলের গুরুত্বপূর্ণ কাজ ব্যহত হচ্ছে। তাই যতদিন না নয়া রেজিস্ট্রার নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত মানস চক্রবর্তীকেই ওই পদের দায়িত্ব সামলাতে দেওয়া হোক। ১৩ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষন করা হবে বলে সূত্রের খবর।